দেবব্রত দাস, পাত্রসায়ের: ২০১৫-র পর ২০১৮। মাত্র তিন বছরের ব্যবধানে ফের রাজ্যের সেরা সমবায়ের শিরোপা পেল বাঁকুড়ার পাত্রসায়ের থানা কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেড।
একসময় লোকসানে চলছিল পাত্রসায়ের থানা কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি৷ দীর্ঘ পরিশ্রমের পর সেই ঘাটতি শুধু মেটেইনি, লাভের মুখও দেখেছে এই কো-অপারেটিভ। প্রায় রুগণ হয়ে পড়া এই কো-অপারেটিভ মাত্র তিন বছরের পরিশ্রমে ঘুরে দাঁড়িয়েছে৷ তারই স্বীকৃতি হিসাবে রাজ্যের কো-অপারেটিভগুলির মধ্যে ২০১৫ সালে প্রথম স্থান পেয়েছিল পাত্রসায়ের থানা কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি৷ ২০১৫-র পর তিন বছরের ব্যবধানে পাত্রসায়ের থানা কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি ফের রাজ্যের মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিয়েছে৷
তবে, এবার এককভাবে নয়, যুগ্মভাবে ঝালদা লার্জ সাইজড এগ্রিকালচারাল পিএমসিএস লিমিটেডের সঙ্গে শীর্ষে উঠে এসেছে পাত্রসায়ের থানা কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি৷ দ্বিতীয় হয়েছে বর্ধমান থানা কো-অপারেটিভ এগ্রিকালচারাল মার্কেটিং সোসাইটি লিমিটেড। তৃতীয় হয়েছে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার কোলসর বাগজোলা এল এস কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটি লিমিটেড। ৬৫তম সারা ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে কলকাতায় আয়োজিত সভায় বাঁকুড়ার এই কো-অপারেটিভকে পুরস্কৃত করা হবে।
[শেষ ইচ্ছে, পথশিশুদের নিয়ে মৃত স্ত্রীর জন্মদিন পালন করলেন স্বামী]
সমবায় দপ্তরের এক আধিকারিক জানান, সমবায়ে মূলধন, লাভ লোকসান, অডিট, বার্ষিক আয়-ব্যয়, খতিয়ে দেখে সেরাদের বেছে নেওয়া হয়৷ পাত্রসায়ের থানা কো-অপারেটিভের কাজকর্ম বিচার করেই এই পুরস্কার দেওয়া হয়েছে৷ দ্বিতীয়বার শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়ে খুশি কো-অপারেটিভের সদস্য থেকে কর্মী, আধিকারিক সকলেই। লোকসানে চলা পাত্রসায়ের থানা কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটির এই ভোলবদলের নায়ক এলাকার সমবায় আন্দোলনের নেতা তথা দক্ষ প্রশাসক নবকুমার পাল।
পাত্রসায়ের থানা কো-অপারেটিভ মার্কেটিং সোসাইটির সভাপতি নবকুমার পাল বলেন, “তৃণমূল ক্ষমতায় আসার পূর্বে এই মার্কেটিং সোসাইটিতে ক্ষমতাসীন ছিলেন সিপিএম নেতারা। তখন এই কো-অপারেটিভ লোকসানে চলছিল। ২০১০-১১ আর্থিক বছর এই সোসাইটির লোকসান ছিল ১১ লক্ষ ৫৫ হাজার টাকা। আমরা ক্ষমতায় আসার পর এই সোসাইটির ঘাটতি মিটিয়ে দিয়েছি৷ শুধু তাই নয়, কাজের নিরিখে স্বীকৃতি স্বরূপ ২০১৫ সালে আমাদের এই কো-অপারেটিভ রাজ্যের মধ্যে প্রথম হয়েছিল। বর্তমানে আমাদের এই সোসাইটি প্রতি বছর লাভের মুখ দেখছে। ২০১৭-১৮ আর্থিক বছরে ৫৭ লক্ষ টাকা লাভ হয়েছে। সকলের উদ্যোগেই এটা সম্ভব হয়েছে৷”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.