Advertisement
Advertisement

Breaking News

Howrah

‘ছুটি’ দেননি ডাক্তার, হাওড়ায় হাসপাতালের ছাদ থেকে লাফ রোগীর! মৃত্যু ঘিরে শোরগোল

মৃতের পরিবার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সোচ্চার।

Patient jumped from the roof of the hospital in Howrah, dies। Sangbad Pratidin

ছবি: প্রতীকী

Published by: Biswadip Dey
  • Posted:January 12, 2023 9:07 am
  • Updated:January 12, 2023 9:07 am  

অরিজিৎ গুপ্ত, হাওড়া: শ্বাসকষ্ট ও সর্দি কাশি নিয়ে উত্তর হাওড়ার (Howrah) টি এল জয়সওয়াল হাসপাতালে ভরতি হওয়া এক রোগীর অস্বাভাবিক মৃত্যু (Unnatural death) ঘিরে চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে হাসপাতালের নীচ থেকে আব্দুল সাদিক (৪৫) নামে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। পরে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। এরপরই উত্তেজনা ছড়ায় হাসপাতালে। হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে জানা যায়, ওই ব্যক্তি হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দিয়েছেন।

মৃত রোগীর পরিবারের সদস্যরা এদিন সকাল থেকেই হাসপাতালে বিক্ষোভ দেখাতে থাকেন। কীভাবে আব্দুলের মৃত্যু হল তা হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চান তাঁরা। তীব্র উত্তেজনার মধ্যেই ঘটনাস্থলে ছুটে যায় মালিপাঁচঘড়া থানার পুলিশ। মৃতের পরিবারের সদস্যরা মৃত্যুর তদন্ত দাবি করেন। ঘটনার তদন্ত শুরু করেছে মালিপাঁচঘড়া থানা ও জেলা স্বাস্থ্য দপ্তর। তদন্ত শুরু করেই হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন কর্তৃপক্ষ। তখনই উঠে আসে রোগীর হাসপাতালের ছাদ থেকে ঝাঁপ দেওয়ার বিষয়টি। কিন্তু কীভাবে হাসপাতালের ছাদে উঠলেন ওই রোগী? কীভাবেই বা সেখান থেকে ঝাঁপ দিলেন তিনি? সেইসব প্রশ্ন উঠছে। প্রশ্ন তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা।

Advertisement

[আরও পড়ুন: ভয়ংকর! তন্ত্রমন্ত্রের বলি ৯ বছরের বালক! অর্থপ্রাপ্তির আশায় মুন্ডু কাটার পর খণ্ড খণ্ড দেহ]

হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল এ প্রসঙ্গে জানালেন, ‘‘কী করে ওই রোগী ছাদে পৌঁছল, হাসপাতালের ছাদের দরজা কেন খোলা ছিল সবই তদন্ত করে দেখা হচ্ছে।’’ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে আব্দুল সাদিক হাসপাতালে ভরতি হন। তিনি তিনতলায় মেল মেডিসিন ওয়ার্ডে ভরতি ছিলেন। তাঁর শ্বাসকষ্টের জন্য তাঁকে অক্সিজেন দেওয়া হয়। দুপুরের পর সুস্থ বোধ করায় ওই রোগী বাড়ি যাওয়ার জন্য ওর্য়াডের ডাক্তার ও সিস্টারদের কাছে অনুরোধ জানান। কিন্তু চিকিৎসকরা তাঁকে ছুটি না দিয়ে অন্তত বুধবার পর্যন্ত থাকতে নির্দেশ দেন।

এরপর বুধবার সকালে হাসপাতালের নীচ থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে চিকিৎসরা তাঁকে বাঁচাবার চেষ্টা করলেও পারেননি। হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে দেখা গিয়েছে ওই ব্যক্তি রাতে শয্যা থেকে উঠে এ দিক ও দিক ঘোরাঘুরি করেন, তার পর ছাদে উঠে সেখান থেকে ঝাঁপ দেন।

[আরও পড়ুন: ‘ভারত জোড়ো’র শেষদিন শক্তি প্রদর্শন! তৃণমূল-সহ ২১ দলকে আমন্ত্রণ কংগ্রেসের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement