Advertisement
Advertisement

Breaking News

আরজি কর

২৪ ঘণ্টা পরও খোঁজ নেই রোগীর, আর জি কর হাসপাতালের ভূমিকায় বাড়ছে ক্ষোভ

রবিবার হাসপাতাল থেকে নিখোঁজ হন ওই ব্যক্তি।

Patient goes missing from RG KAR medical college and hospital on sunday
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 22, 2019 7:16 pm
  • Updated:July 23, 2019 1:02 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনও খোঁজ মেলেনি আর জি কর হাসপাতাল থেকে নিখোঁজ রোগীর। রবিবারই পুলিশে অভিযোগ দায়ের করেছেন রোগীর পরিবারের সদস্যরা। হাসপাতালের গাফিলতিতেই এই ঘটনা বলেই অভিযোগ পরিবারের।

[আরও পড়ুন: বনগাঁ মামলার জের, হাই কোর্টে বিচারপতির এজলাস বয়কট রাজ্যের আইনজীবীদের]

বিমল দত্ত নামে বছর আটষট্টির ওই ব্যক্তি আদতে শিলিগুড়ির বাসিন্দা। জানা গিয়েছে, পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছিলেন ওই ব্যক্তি। মাথায় আঘাতের কারণেই ১০ জুলাই বিমল দত্তকে আর জি কর হাসপাতালে ভরতি করেন পরিবারের সদস্যরা। তড়িঘড়ি শুরু হয় তদন্ত। পরিবার সূত্রে খবর, চিকিৎসায় সাড়াও দিচ্ছিলেন ওই ব্যক্তি। আগের থেকে অবস্থার অনেকটা উন্নতিও হয়েছিল। এরপর রবিবার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি। জানা যায়, ভোর সাড়ে তিনটে পর থেকে হাসপাতালের আর কেউ বিমলবাবুকে দেখতে পাননি। বিষয়টি প্রকাশ্যে আসতেই বিভিন্ন জায়গায় খোঁজার পর তাঁর হদিশ না মেলায় হাসপাতালের তরফে খবর দেওয়া হয় তাঁর পরিবারের সদস্যদের। এরপরই থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা।    

Advertisement

হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের স্বার্থে কথা বলেন অন্যান্য রোগীদের সঙ্গেও কিন্তু তাতেও হদিশ মেলেনি ওই ব্যক্তির। কিন্তু কীভাবে হাসপাতালের নিরাপত্তার বেড়াজাল উপেক্ষা করে চম্পট দিলেন ওই ব্যক্তি? ২ দিনের তদন্তের পরেও কেন কোনও ইতিবাচক উত্তর দিতে পারলেন না  তদন্তকারীরা। তা নিয়ে প্রশ্ন তুলছেন রোগীর পরিবারের সদস্যরা। প্রসঙ্গত, সরকারি হাসপাতাল নিয়ে সকলের অভিযোগের অন্ত নেই। প্রায়ই রোগীমৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের সরকারি হাসপাতালগুলি। অধিকাংশ ক্ষেত্রেই প্রশ্ন ওঠে চিকিৎসকদের ভূমিকা নিয়ে। এরই মাঝে আর জি কর হাসপাতাল থেকে রোগী নিখোঁজের ঘটনায় প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা।      

[আরও পড়ুন: শাসকদলের বিরুদ্ধে দিল্লিতে অভিযোগ, ‘শহিদ’ পরিবার নিয়ে রাজধানীর পথে বঙ্গ বিজেপি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement