Advertisement
Advertisement

Breaking News

Patient attacked by rat in Malda Medical College Hospital

রোগীর গায়ে খেলা করছে ইঁদুর! মালদহ মেডিক্যালের ভাইরাল ভিডিও ঘিরে জোর শোরগোল

কী বলছেন হাসপাতাল সুপার?

Patient attacked by rat in Malda Medical College Hospital । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:February 16, 2023 7:24 pm
  • Updated:February 16, 2023 7:31 pm  

বাবুল হক, মালদহ: হাসপাতালের মেঝেতে কম্বল গায়ে শুয়ে রয়েছেন এক ব্যক্তি। তাঁর গায়ের উপর দিয়ে ঘোরাফেরা করেই চলেছে একটি ইঁদুর। কখনও সে বসে রয়েছে পায়ের উপর। তো কখনও সে বসে রয়েছে মুখের সামনে। মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের এমন ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে জোর শোরগোল। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব রোগীর পরিবারের লোকজন। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস হাসপাতাল সুপারের।

তিনদিন আগে ওই ব্যক্তিকে হাসপাতালে ভরতি করেন তাঁর ছেলে। হাসপাতালে বাবাকে দেখতে এসে চক্ষু চড়কগাছ ওই যুবকের। তিনি জানান, “তিনদিন আগে ভরতি করেছি। বেড নেই। নিচে শুয়ে রয়েছে। কোনও চিকিৎসক তাঁকে দেখেননি। ইঁদুর গায়ের উপর দিয়ে ঘোরাফেরা করছে। এতে রোগ ছড়াতে পারে। হাসপাতাল কর্তৃপক্ষের দেখা উচিত।” 

Advertisement

Rat

[আরও পড়ুন: আদালতের নির্দেশে বরখাস্ত গ্রুপ-ডি কর্মী, স্কুলে ছুটির ঘণ্টা বাজাচ্ছেন শিক্ষক!]

হাসপাতাল চত্বরে ইঁদুর ঘোরাফেরার কথা পুরোপুরি অস্বীকার করেননি মালদহ মেডিক্যালের সুপার পুরঞ্জয় সাহা। তবে হাসপাতালের ভিতরে রোগীর গায়ে ইঁদুর ঘোরাফেরা করছিল কিনা, তা খোঁজ নিয়ে দেখবেন বলেই আশ্বাস তাঁর। হাসপাতাল সুপার আরও জানান, পেস্ট কন্ট্রোলের উদ্যোগ নেওয়া হয়েছে। আর্থিক অনুমোদন এলেই কাজ শুরু হবে।

আপাতত এই ভিডিও নিয়ে সর্বত্র চলছে জোর আলোচনা। হাসপাতাল চত্বরে ইঁদুর ঘোরাফেরার ভিডিও দেখামাত্রই শিউড়ে উঠছেন প্রায় সকলেই। এভাবে মূষিকের রাজত্বে রোগী সুস্থ হওয়ার পরিবর্তে আরও অসুস্থ হয়ে পড়বেন বলেও আশঙ্কা করছেন কেউ কেউ।

[আরও পড়ুন: আপাতত বেতন ফেরত দিতে হবে না গ্রুপ ডি-র চাকরিহারাদের, নির্দেশ ডিভিশন বেঞ্চের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement