Advertisement
Advertisement
Abhishek Banerjee

জনতার ভালবাসায়…, গাড়ি থেকে নেমে ৫৮০ কেজি ফুল বিছানো পথে হাঁটলেন অভিষেক

সাংসদকে শুভেচ্ছা জানাতে রাস্তার দু'ধারে ছিল কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষের ঢল।

Path of flower for Abhishek Banerjee at North 24 Parganas | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:June 12, 2023 8:57 pm
  • Updated:June 12, 2023 9:01 pm  

অর্ণব দাস, বারাসত: প্রায় ৫৮০ কেজি ফুল ছড়ানো হয়েছিল কালো পিচের রাস্তায়। টাকি রোডের সেই ফুল বিছানো পথে সোমবার প্রায় ৫০০মিটার পায়ে হেঁটে জনসংযোগ সারলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যয়।

তৃণমূলে নবজোয়ার কর্মসূচির ৪৭তম দিনে বেলা ৩টের সময় বারাসত কাছারি মাঠ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যয় বের হওয়ার সময় তাঁকে সংবর্ধনা জানান বারাসত পুর এলাকার নেতৃত্ববৃন্দ। এরপর র‍্যালি চাপাড়ালি মোড় হয়ে টাকি রোড ধরে বসিরহাটের দিকে এগোতে থাকে। ডায়মন্ড হারবারের সাংসদকে শুভেচ্ছা জানাতে রাস্তার দু’ধারে ছিল কর্মী সমর্থক থেকে সাধারণ মানুষের ঢল। দলীয় পতাকা, অভিষেকের ছবি লাগানো ব্যানার হাতে রাস্তার দুই ধারের মানুষের স্লোগানের মধ্য দিয়েই এগোতে থাকে নবজোয়ার যাত্রা।

Advertisement

[আরও পড়ুন: কংগ্রেস-সিপিএমের প্রার্থী ও নেতা-সহ ৭ জনকে অপহরণ, আটকে রেখে বেধড়ক মার! কাঠগড়ায় TMC]

কদম্বগাছি এলাকায় দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে উপস্থিত ছিলেন বারাসত সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ কাকলি ঘোষ দোস্তিদার। আধ ঘণ্টার মধ্যে র‍্যালি পৌঁছায় শাসনের গোলাবাড়ি বাজার। সেখানে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন মন্ত্রী রথীন ঘোষ, সুজিত বসু, বিধায়ক হাজি নুরুল ইসলাম-সহ হাজারো তৃণমূলের কর্মীরা। তখন কিছুটা পথ গাড়িতে উঠেই রোড শো করেন অভিষেক। বেড়াচাপা চৌমাথার কিছুটা আগে থেকে ৫০০মিটার রাস্তায় দেগঙ্গা ব্লক তৃণমূল সভাপতি আনিসুর রহমান বিদেশের উদ্যোগে বিছানো হয়েছিল ৫৮০ কেজি হরেক রকম ফুল দিয়ে। তেরঙ্গা বেলুন, দলীয় পতাকা, অভিষেকের ছবির কাটআউট দিয়ে সাজানো হয়েছিল এলাকা।

বিকেল ৪টে নাগাদ নবজোয়ার র‍্যালি সেখানে পৌঁছাতেই অপেক্ষারত মানুষের আবেগ বুঝেই গাড়ি থেকে নেমে পড়েন অভিষেক। ডেকে নেন ব্লক তৃণমূলের সভাপতিকে। তাঁকে নিয়েই ফুল বিছানো ৫০০ মিটার পথ হেঁটে জনসংযোগ করেন। আনিসুর রহমান বিদেশ বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের আইকন। তিনি দেগঙ্গার উপর দিয়ে নবজোয়ার কর্মসূচিতে যাচ্ছেন। এখানে আলাদা কোনও কর্মসূচি ছিল না। দলের কর্মী এবং সাধারণ মানুষের আবেগ বুঝেই তিনি গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেছেন।”

[আরও পড়ুন: সাধারণের জন্য স্বস্তি! ২৫ মাসে সর্বনিম্ন খুচরো মূল্যবৃদ্ধির হার, দাম কমবে জিনিসপত্রের?]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement