সৌরভ মাজি, বর্ধমান: যাত্রী সেজে কামরায় বসেছিল দুষ্কৃতীরা। ট্রেন বিহারে ঢুকতেই শুরু হল লুটপাট। নেপাল থেকে ফেরার পথে সর্বস্ব খোয়ালেন বর্ধমানের একদল পর্যটক। রবিবার বর্ধমান স্টেশনে জিআরপিতে অভিযোগ জানিয়েছেন তাঁরা।
[বমি করে ফেলার ‘অপরাধে’ অন্তঃসত্ত্বাকে বেধড়ক মার প্রতিবেশীর]
গত সোমবার বর্ধমান শহর থেকে একসঙ্গে নেপাল বেড়াতে যান ৩৫ জন। শনিবার রাতে রক্সৌল-হাওড়া এক্সপ্রেসে ফিরছিলেন তাঁরা। ওই পর্যটকদের অভিযোগ, রবিবার ভোরে ট্রেন যখন বিহারের লক্ষ্মীসরাই স্টেশনের কাছে পৌঁছায়, তখন কামরায় লুটপাট করতে শুরু করে জনা পাঁচেক দুষ্কৃতী। তারা ওই কামরাতেই ছিলেন। যাত্রীদের কাছ থেকে ছয়টি ব্যাগ, চার-পাঁচটি মোবাইল ও নগদ প্রায় দেড় লাখ টাকা লুট করে দুষ্কৃতীরা। এরপর চলন্ত ট্রেন থেকে লাফ মেরে পালিয়ে যায়। রক্সৌল-হাওড়া এক্সপ্রেসের এস ১ কামরার যাত্রীদের অভিযোগ, ঘটনার পর চেন টানেন তাঁরা, ট্রেনও থেমে যায়। কিন্তু কামরায় নিরাপত্তাকর্মীদের দেখা যায়নি। ঘণ্টা খানেক বাদে যথারীতি ফের ট্রেন চলতে শুরু করে। টিটিকে ঘটনার কথা জানালেও তিনি কোনও ব্যবস্থা নেননি বলে অভিযোগ।
রবিবার সকালে বর্ধমান স্টেশনে পৌঁছায় রক্সৌল-হাওড়া এক্সপ্রেস। জিআরপিতে অভিযোগ করেন ওই ৩৫ জন পর্যটক। তাঁরা সকলেই বর্ধমান শহরের বাসিন্দা বলে জানা গিয়েছে। রাতের দূরপাল্লার ট্রেনে ডাকাতির ঘটনা অবশ্য নতুন নয়। রাজধানীর মতো কুলীন ট্রেনেও যাত্রীদের মাদক খাইয়ে লুটের ঘটনা ঘটেছে।
ছবি: মুকুলেসুর রহমান
[ জঞ্জালের স্তূপে জীবন্ত পুড়িয়ে খুন, চাঞ্চল্য বেলুড়ে]
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.