সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিউ জলপাইগুড়ি-হাওড়া শতাব্দী এক্সপ্রেসে চেপে সপরিবারে বাড়ি ফিরছিলেন যাত্রী কল্যাণ মৌলিক৷ বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন সকলে৷ কিন্তু বোলপুর স্টেশনে ট্রেন আসতেই ঘটল বিপত্তি৷ আইআরসিটিসি কর্মীদের দিয়ে যাওয়া খাবার খুলতেই মেজাজ হারালেন কল্যাণ বাবু৷ দেখেন, দইয়ের মধ্যে একাধিক মাকড়শা! এই ঘটনাতে উত্তাল হয়ে উঠল গোটা ট্রেন৷ প্রশ্নের মুখে রেল কর্তৃপক্ষ৷
পকেটের মোটা টাকা খরচ করেই শতাব্দী এক্সপ্রেসের মতো সুপারফাস্ট ট্রেনের টিকিট কাটতে হয়৷ তাই সেই ট্রেনে পরিষেবাটাও উন্নতমানেরই আশা করে থাকেন যাত্রীরা৷ আর সেখানেই কি না খাবারে মাকড়শা! কল্যাণ মৌলিক জানিয়েছেন, রেল কর্মীদের দেওয়া ডালও নাকি পচে গিয়েছিল৷ বর্ধমান স্টেশনে এ বিষয়ে অভিযোগ জানানোর চেষ্টা করেন তিনি৷ কিন্তু স্টেশন কর্তৃপক্ষ তাঁর অভিযোগ নিতে অস্বীকার করে৷ ফলে যাত্রীদের মধ্যে ক্ষোভ আরও বাড়ে৷ অবশেষে হাওড়া স্টেশনে ঢোকার আগে কমপ্লেন বুকে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি৷ এই হাঙ্গামার জেরে হাওড়া স্টেশনে ট্রেন ঢুকতেও বেশ খানিকটা দেরি করে৷ আইআরসিটিসি-র কাছে গোটা বিষয়টির কারণ জানতে চেয়েছে রেল কর্তৃপক্ষ৷
কল্যাণ ভৌমিক বলেন, “দইয়ের মধ্যে মাকড়শা দেখেই চমকে উঠেছিলাম৷ আশেপাশের মহিলারাও আতঙ্কিত হয়ে পড়েন৷ আমি না হয় দেখতে পেয়ে অভিযোগ জানাতে তৎপর হই৷ ভাবুন তো, কোনও বাচ্চা না দেখে দই খেয়ে ফেললে কী হত? প্রাণও চলে যেতে পারত তো! এর অর্থ, এত নামকরা দামি ট্রেনেও যাত্রীরা নিরাপদ নয়৷”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.