Advertisement
Advertisement

ষষ্ঠ শ্রেণি থেকে ফিরতে চলেছে পাস-ফেল

আপাতত আইসিএসই বোর্ডে, খুব তাড়াতাড়ি প্রাথমিকেও এই ব্যবস্থা চালু করতে চায় রাজ্য সরকার!

Pass-Fail System Returns From Class Six In ICSE Board
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:November 4, 2016 10:42 am
  • Updated:November 4, 2016 10:42 am  

স্টাফ রিপোর্টার: ষষ্ঠ শ্রেণি থেকে পাস-ফেল ফেরাতে উদ্যোগী আইসিএসই বোর্ড (ইন্ডিয়ান সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন)৷ এদিন  কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশন-এর সেক্রেটারি জেরি অ্যরাথুন জানিয়েছেন, আপাতত ষষ্ঠ শ্রেণি থেকে পাস-ফেল ফেরানোর চিন্তা-ভাবনা থাকলেও প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাস-ফেল ফেরাতে চাইছে না আইসিএসই বোর্ড৷
অন্যদিকে প্রাথমিকে পাস-ফেল ফেরাতে চায় রাজ্য সরকারও৷ তবে তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি৷ বৃহস্পতিবার, কাউন্সিল অব বোর্ডস অব স্কুল এডুকেশন ইন্ডিয়ার ৪৫তম সম্মেলনে হাজির হয়ে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, খুন শীঘ্রই ডিজিটাল মার্কশিট চালু করা হবে৷ প্রসঙ্গত উল্লেখ্য, মার্কশিটে জাল আটকাতে ডিজিটাল মার্কশিট তৈরির কথা ঘোষণা করেছিল রাজ্যের শিক্ষা দফতর৷ এদিন মন্ত্রী জানান, প্রাথমিকভাবে মাধ্যমিক পরীক্ষা ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় চালু করা হবে এই ডিজিটাল মার্কশিট৷

Advertisement

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement