অর্ণব দাস, বারাসত: সরকারি হাসপাতালের বাইরের ভ্যাটে পড়ে ক্ষত-বিক্ষত মৃতদেহ। পড়ে রয়েছে মাথা, হাত, চোখ, দাঁত সহ শরীরের একাধিক অংশ। বারাসত মেডিক্যাল কলেজের (Barasat Medical College) বাইরের ভ্যাট থেকে দেহের একাধিক কাটা টুকরো উদ্ধার হয়। বৃহস্পতিবার সকালের এই ঘটনা কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। তবে কোথা থেকে এই দেহাংশ হাসপাতালের ভ্যাটে এল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
অন্যান্য দিনের মতোই এদিনও সকালে সাফাইকর্মীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের ভ্যাট সাফ করতে এসেছিলেন। জঞ্জাল সাফ করতে গিয়ে চক্ষু চড়কগাছ। দেখেন, ভ্যাটে রক্ত ও দেহাংশ পড়ে। সূত্রের দাবি, হাত-পায়ের টুকরো উদ্ধার হয়েছে। রয়েছে চোখের অংশও। সঙ্গে সঙ্গে তাঁরা হাসপাতাল কর্তৃপক্ষকে খবর দেন। খবর যায় হাসপাতালের অধ্যক্ষ ডা. সুহৃতা পালের কাছে। এদিকে সকাল থেকেই হাসপাতালে আসা রোগীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়েছে।
এ নিয়ে হাসপাতালের সাফাই বিভাগের কর্মী নিতাই মণ্ডল বলেন, “প্রতিদিনই হাসপাতালে নোংরা আবর্জনা এই স্তুপে রাখতে আসি। আজ এসে দেখলাম একজন মানুষের দেহ পড়ে রয়েছে খণ্ডবিখণ্ড অবস্থায়। সংশ্লিষ্ট দপ্তরের বিষয়টি জানিয়েছি।” এ নিয়ে হাসপাতালের সাফাই বিভাগের সুপারভাইজার রনজিত মুখোপাধ্যায় বলেন, “এটা কোনও বেওয়ারিশ দেহ নয়। মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য দেহ আনা হয়েছে। সেটি ওখানে ফেলে রেখেছে হয় তো মেডিক্যাল পড়ুয়ারা। এটা সরিয়ে দেওয়া হবে।”
রাজ্যের মধ্যে বারাসত মেডিক্যাল কলেজে হাসপাতাল একমাত্র যার মূল দরজা রাতভর খোলা থাকে। হাসপাতালের ৫টি মূল দরজাই দিয়ে অবাধে যে কেউ যাতায়াত করতে পারে বলেই খবর হাসপাতাল সূত্রে। তবে নয়া নিয়ম অনুযায়ী, হাসপাতাল সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছে। তার পরেও দেহ পড়ে থাকার ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.