নিজস্ব সংবাদদাতা: সিঙ্গুরে কারখানার শেড ভাঙার পর সেখানকার ৭৫ একর জমি তৈরিই আছে৷ আজ বুধবার থেকে সেই জমি চাষিদের হাতে তুলে দেওয়া হবে৷ মঙ্গলবার সিঙ্গুরের জমি পরিদর্শন করার পর একথা জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ এদিন পার্থবাবু আরও বলেন, “যিনি জমি পাচ্ছেন তাঁকে চাষ করতে হবে৷ তা না হলে জমি দেওয়ার সার্থকতা থাকবে না৷ ২৩৬ একরের মতো জমি চাষিদের হাতে তুলে দেওয়া হয়েছে৷ জমিতে চাষ না করে জমির উপর খাটিয়া পেতে বসে থাকলে চলবে না৷”
সিঙ্গুরে বর্তমানে কারখানার শেডের একটা অংশ রয়েছে৷ মঙ্গলবার রাতে সেটাও ভাঙার কথা৷ সব কাজ শেষ হলেই রাজ্য সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা দেওয়া হবে৷ প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বেড়াবেড়ি মৌজায় চাষিদের জমির দখলিস্বত্ব আজ ফিরিয়ে দেওয়া হবে৷ এদিকে, আগামিদিনে নির্বাচনে সিপিএম ও কংগ্রেসের মধ্যে জোটের সম্ভাবনা প্রসঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, জোট ঘোঁট তারা অনেক দেখেছেন৷ কেন্দ্রের আর্থিক বাধা সত্ত্বেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার যে উন্নয়ন হয়েছে তাতে জোট ঘোঁট কোনওটাই কাজে লাগবে না৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.