Advertisement
Advertisement

Breaking News

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, খুলছে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়

তদন্ত কমিটি গঠনের আর্জি পার্থর৷

Partha Chatterjee intervenes in Bidhan Chandra Krishi Viswavidyalaya
Published by: Kumaresh Halder
  • Posted:September 15, 2018 6:33 pm
  • Updated:September 15, 2018 6:33 pm  

বিপ্লব দত্ত, কৃষ্ণনগর: শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে অবশেষে কাটতে চলেছে নদিয়ার মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের জট৷ মুখ্যমন্ত্রীর নির্দেশে শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন শিক্ষামন্ত্রী৷ বৈঠক শেষে পড়ুয়াদের অভাব-অভিযোগ মিটিয়ে কলেজে পঠন-পাঠন চালু ও হস্টেল খোলার বিষয়ে কর্তৃপক্ষকে আর্জি জানান শিক্ষামন্ত্রী৷ ক্যাম্পাসে অশান্তি ও অধ্যক্ষদের ঘেরাও করে বিক্ষোভ কোনওভাবেই মেনে নেওয়া হবে না বলেও সাফ জানিয়েছে দেন তিনি৷ বিশ্ববিদ্যালয়ে চত্বরে নজরদারি বাড়াতে সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো ও আরও বেশি মাত্রায় নিরাপত্তা কর্মী নিয়োগের কথাও এদিন জানান শিক্ষামন্ত্রী৷

[ট্রেলারের ধাক্কায় স্কুলছাত্রী-সহ ৩ টোটো যাত্রীর মৃত্যু, উত্তেজনা এলাকায়]

এদিনের এই পাঁচ দফার প্রস্তাব দেন শিক্ষামন্ত্রী৷ ক্যাম্পাসে হামলার তদন্তের জন্য একটি কমিটি গঠনের কথাও জানান তিনি৷ একই সঙ্গে যতদ্রুত সম্ভব অসুস্থ উপাচার্যের পরিবর্তে রেজিস্টারকে দিয়ে কলেজ খোলানোর আর্জিও জানান শিক্ষামন্ত্রী৷ ছাত্র-ছাত্রীদের যাতে কোনও সমস্যা না হয়, সেবিষয়ে দ্রুত সম্ভব হস্টেল খোলারও পরামর্শ দেন পার্থবাবু৷ পরিকাঠামগত কারণে শিক্ষামন্ত্রী কোনও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ নিতে পারেন না৷ ফলে, এদিনের এই বৈঠকে নির্দেশ জারির বদলে নিজের পরামর্শ তুলে ধরেন তিনি৷ বিশ্ববিদ্যালয়কে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সমস্তরকম উদ্যোগ নেওয়া কথাও জানান তিনি৷

Advertisement

[ছাত্র বিক্ষোভে উত্তাল কৃষি বিশ্ববিদ্যালয়, আইসিইউতে ভরতি হলেন উপাচার্য]

তোলাবাজির অভিযোগে গত বুধবার থেকে ছাত্র বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে কৃষি বিশ্ববিদ্যালয়৷ রাতভর ছাত্র বিক্ষোভের জেরে অসুস্থ হয়ে পড়েন উপাচার্য অধ্যাপক ধরণীধর পাত্র৷ দীর্ঘ অসুস্থরা পর আজ তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছে৷ উপাচার্যের অবস্থা সংকটজনক থাকায় আপাতত তাঁকে আইসিইউতে রাখা হয়েছে বলে জানিয়েছে উদ্বিগ্ন পরিবার৷

[ছেলের মৃত্যুর পর বউমা-নাতির সঙ্গে মানসিক দূরত্ব, ট্যুরিস্ট লজে আত্মঘাতী বৃদ্ধ]

অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ে ছাত্র-বিক্ষোভের ঘটনায় কৃষি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য পঠনপাঠন স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ শনিবার পড়ুয়াদের হোস্টেল খালি করার নির্দেশ জারি হয়৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নোটিস পাওয়ার পর শনিবার সকাল থেকেই পড়ুয়ারা হোস্টেল ছেড়ে বাড়ি যেতে শুরু করেন৷ নদিয়ার কল্যাণীর কাছে মোহনপুরে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের জন্য পঠনপাঠন স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে৷ ছাত্র-ছাত্রীদেরও শনিবার হস্টেল খালি করে দিতে বলা হয়েছে৷ কলেজ কর্তৃপক্ষের দাবি, এক শ্রেণির পড়ুয়ার লাগাতার আন্দোলনের জেরে বিশ্ববিদ্যালয়ে শান্তির পরিবেশ নষ্ট হয়েছে৷ সেকারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ তবে, শিক্ষামন্ত্রীর সঙ্গে কর্তৃপক্ষের বৈঠকের পর ঠিক কবে থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনও স্পষ্ট হয়নি৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement