Advertisement
Advertisement
Arpita Mukherjee

পুলিশি নিরাপত্তায় বেলঘরিয়ার বাড়িতে অর্পিতা, ভেঙে পড়লেন কান্নায়

৫ দিনের জন্য বাড়ি যাওয়ার অনুমতি পেয়েছেন অর্পিতা।

Partha chatterjee close aid Arpita Mukherjee reaches at her house in Belgharia
Published by: Tiyasha Sarkar
  • Posted:November 21, 2024 8:33 pm
  • Updated:November 21, 2024 9:02 pm  

অর্ণব দাস, বারাকপুর: প্যারোলে মুক্তি পেয়ে বেলঘরিয়ার বাড়িতে পৌঁছলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত অর্পিতা মুখোপাধ্যায়। পুলিশি পাহারায় বাড়ি পৌঁছে মায়ের মৃতদেহের সামনে কান্নায় ভেঙে পড়েন তিনি। বাড়িতে অন্ত্যেষ্টি ক্রিয়া শেষের পর বেলঘরিয়া শ্মশানের পথে দেহ।

২০২২ সালে ২৩ জুলাই ফ্ল্যাটে টানা তল্লাশিতে টাকা উদ্ধার হওয়ায় গ্রেপ্তার করা হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। সেই থেকেই জেলবন্দি তিনি। একাধিকবার মায়ের অসুস্থতার কথা জানিয়ে জামিন চেয়েছিলেন তিনি। কিন্তু মেলেনি। ফলত মায়ের সঙ্গে যোগাযোগ বলতে মাঝে মধ্যে ফোনে কথা। তবে মেয়ের বাড়ি ফেরার অপেক্ষা করতেন তিনি। প্রতিবেশীদের বলতেন সেকথা। কিন্তু জীবদ্দশায় মেয়ের দেখা মিলল না। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বুধবার রাতে বাড়িতেই মৃত্যু হয় অর্পিতার মায়ের। রাতেই খবর পৌঁছয় জেলে। বৃহস্পতিবার সকালেই প্যারোলে মুক্তির আবেদন করেন অর্পিতা। এদিনই পাঁচদিনের জন্য বাড়ি ফিরবেন অর্পিতা।

Advertisement

নিয়ম কানুন সেরে জেল থেকে বেরতে বেরতেই বেজে যায় বিকেল সাড়ে পাঁচটা। কড়া নিরাপত্তা বলয়ের মাঝেই সন্ধেয় বেলঘরিয়ার বাড়িতে পৌঁছন তিনি। সেখানে কান্নায় ভেঙে পড়েন। উল্লেখ্য, গ্রেপ্তারির পর দুবছর পেরিয়ে গিয়েছে। তবে জামিন মেলেনি অর্পিতা। গ্রেপ্তারির পর এই প্রথম প্যারোলে মুক্তি পেয়ে বাড়ি গেলেন তিনি।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement