Advertisement
Advertisement

Breaking News

Dankuni

ডানকুনিতে ভাঙল নির্মীয়মান ওভারব্রিজের গার্ডরেল, জখম এক

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে ওভারব্রিজ তৈরির কাজ করা হচ্ছে।

Part of over bridge in Dankuni collapsed, 1 injured

ডানকুনিতে ভাঙল নির্মীয়মান ওভারব্রিজের গার্ডরেল। নিজস্ব চিত্র

Published by: Paramita Paul
  • Posted:January 14, 2025 7:18 pm
  • Updated:January 14, 2025 7:18 pm  

সুমন করাতি, হুগলি: দুর্গাপুর জাতীয় সড়কের সম্প্রসারণ কাজ শুরু হয়েছে। আর তাই বিভিন্ন জায়গায় ওভারব্রিজ তৈরি করতে হচ্ছে। সেইমতো ডানকুনি এলাকায় একটি ওভারব্রিজ তৈরি করা হচ্ছে। ডানকুনির ক্রসিংয়ে ওপর নির্মাণকাজ চলাকালীন ওভার ব্রিজের গার্ডরেল ঢালাই করার সময় একাংশ ভেঙে পড়ে। গুরুতর আহত হন ১ জন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আহত ব্যক্তি নির্মীয়মান ব্রিজের তলায় গার্ডের কাজ করছিলেন। যান চলাচল নিয়ন্ত্রণ করছিলেন। তখনই এই ঘটনাটি ঘটে। এই ঘটনার প্রভাবে বেশ কিছুক্ষণ যান চলাচল আটকে ছিস। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় ডানকুনি থানার পুলিশ আধিকারিকরা। ইতিমধ্যে আহত ব্যক্তিকে শ্রীরামপুর ওয়াল হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি গুরুতর আহত।

Advertisement

স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে ওভারব্রিজ তৈরির কাজ করা হচ্ছে। কাজের শুরুতেই যদি এই অবস্থায় হয়, আগামী দিনে কী হবে? তাঁদের আরও প্রশ্ন, আজ একটা বড় দুর্ঘটনা হাত থেকে বাঁচা গিয়েছে, তবে প্রশাসনের এদিকে কোন নজর নেই। এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা, জাতীয় সড়ক দিয়ে বহু মানুষ সারাদিন যাতায়াত করে অথচ পর্যাপ্ত পুলিশ বা সিভিক ভলান্টিয়ার নিযুক্ত থাকে না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement