অংশুপ্রতিম পাল, খড়গপুর: নির্বাচনের বাকি এখনও ১৫ দিন৷ এতদিন আগে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা স্কুলগুলিতে থাকতে শুরু করায় বেজায় ফাঁপরে পড়ে গিয়েছে খড়গপুর শহরের কয়েকটি স্কুল কর্তৃপক্ষ৷ রবিবার পাঁচ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী খড়গপুর শহরে এসে পৌঁছয়৷ সোমবার তারা খড়গপুর টাউন থানা পুলিশের উপস্থিতিতে নিমপুরা এলাকায় রুট মার্চও করেছে৷ কিন্তু সমস্যায় পড়েছে স্কুল কর্তৃপক্ষ৷
সোমবার থেকে স্কুলগুলিতে দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির টেস্ট পরীক্ষা শুরু হয়েছে৷ কেন্দ্রীয় বাহিনী স্কুলের ঘরগুলি দখল করে নেওয়ায় সমস্যা তৈরি হয়েছে৷ এমনকী এইদিন একটি স্কুলের প্রাথমিক বিভাগে টিফিনের পরে ছুটি দিয়ে দিতে হয়েছে৷ কারণ ঘরের ব্যবস্থা যাওয়া বা ম্যানেজ করা গিয়েছে৷ কিন্তু শৌচাগার ব্যবহারের ক্ষেত্রে সমস্যা তৈরি হয়েছে৷ যদিও বিষয়টি নিয়ে এদিন শহরের অতুলমণি পলিটেকনিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের আলোচনা হয়েছে৷ সেই আলোচনা ঠিক হয়েছে আপাতত কেন্দ্রীয় বাহিনীর ব্যবহারের জন্য অস্থায়ী কয়েকটি শৌচাগার তৈরী করে দেওয়া হবে৷
এইদিন অতুলমণি বিদ্যালয়ের শিশু বিভাগকে টিফিনের পরে ছুটি দিয়ে দেওয়া হয়েছে৷ আর এই বিদ্যালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে টেস্ট পরীক্ষা কোনওক্রমে শুরু করা হয়েছে৷ এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণবকুমার দে জানিয়েছেন তিনি বাইরে রয়েছেন৷ তবে ঘটনাটি শুনেছেন৷ কোনওক্রমে পূর্ব নির্ধারিত দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণির টেস্ট পরীক্ষা শুরু করা হয়েছে৷ বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি তথা পুর কাউন্সিলর দেবাশিস চৌধুরী বলেছেন, “এরকমভাবে হঠাৎ কেন্দ্রীয় বাহিনী চলে আসায় সমস্যা তৈরি হয়েছে৷ আগে কখনও এরকমভাবে চিঠি কিংবা খবর না দিয়ে কেন্দ্রীয় বাহিনী আসেনি।” আর অতিরিক্ত পুলিশ সুপার (খড়গপুর) কাজি সামসুদ্দিন আহমেদ জানিয়েছেন “কেন্দ্রীয় বাহিনীর ব্যবহারের জন্য স্কুলের বাইরে অস্থায়ীভাবে শৌচাগার তৈরি করে দেওয়া হবে৷ তবে ঘরের জন্য কোনও সমস্যা নেই।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.