সংগ্রাম সিংহরায়, শিলিগুড়ি: কালিম্পংয়ে প্যারাগ্লাইডিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল পাইলটের৷ গুরুতর জখম গ্লাইডারের আরও এক আরোহী৷ তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ যান্ত্রিক ত্রুটির জন্য এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে৷ জানা গিয়েছে, মৃত প্যারাগ্লাইডার চালকের নাম পুরুষোত্তম টিমিলসিনা৷ তিনি কালিম্পংয়েরই বাসিন্দা৷ জখম আরোহী গৌরব চৌধুরি বিহারের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে৷
এদিন পরিষ্কার আকাশ থাকায় পর্যটকদের ভিড়ও ছিল ভালই। একসঙ্গে প্রায় ১৫টি প্যারাগ্লাইডার একটি অপরটির সঙ্গে পাল্লা দিয়ে আকাশে ভাসতে থাকে৷ তার মধ্যেই ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা৷ শনিবার বিকেল তিনটে নাগাদ মাঝ আকাশে ভেঙে পড়ে একটি প্যারাগ্লাইডার৷ গ্লাইডারটির উচ্চতা তখন মাটি থেকে অন্তত কয়েক হাজার ফুট। ফলে ঝড়ের গতিতে আছড়ে পড়লেন পাইলট-সহ আরও এক যাত্রী৷ পাথরের আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় পাইলটের৷ এই ঘটনার পরই জিটিএ-র তরফে চেয়ারম্যান বিনয় তামাং প্যারাগ্লাইডিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ২০ জনের একটি পর্যটকের দল ডেলোয় প্যারাগ্লাইডিংয়ে যান। তাঁদের মধ্যে দু’জন একটি বেসরকারি সংস্থার অধীনে প্যারাগ্লাইডিং করতে যান। একজন নিরাপদে নামলেও অপরজনের গ্লাইডারটি আকাশেই দু’টুকরো হয়ে যায়৷ এক টুকরো আছড়ে পড়ে গাছে৷ অন্য অংশটি ভেঙে পড়ে একটি বাড়ির ছাদে৷ কী কারণে এই দুর্ঘটনা তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন জিটিএ চেয়ারম্যান। প্রতিটি প্যারাগ্লাইডার ওড়ার সময় সংস্থার তরফে ক্যামেরায় ছবি তোলা হয়৷ ওই ক্যামেরাটি খতিয়ে দেখছে পুলিশ৷ জেলাশাসক ড. বিশ্বনাথও ঘটনাস্থলে যান৷ বর্তমানে আটটি সংস্থার প্রায় ৪০টি এমন প্যারাগ্লাইডার ওড়ানো হয় কালিম্পংয়ের আকাশে। পর্যটকদের অন্যতম আকর্ষণ এই প্যারাগ্লাইডিং।
[‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদিকে পেয়ারা উপহার দেবেন বারুইপুরের ট্যাক্সিচালক শহিদুল]
গত কয়েক বছরে পাহাড়কে ঘিরে নতুন করে ‘অ্যাডভেঞ্চার ট্যুরিজমে’র বিকাশ ঘটেছে৷ গোটা পাহাড় জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অ্যাডভেঞ্চার স্পোর্টস৷ প্যারাগ্লাইডিংয়ের পাশাপাশি জনপ্রিয় হয়েছে হট-এয়ার বেলুনিং বা বাইকিং ট্যুর। রক গার্ডেন, দিলারাম, গিদ্দাপাহাড়, মিনসং, তিস্তাবাজার, নয়াবস্তি-র মত বিভিন্ন এলাকায় অ্যাডভেঞ্চার পর্যটন স্পটও তৈরি হয়েছে৷ অভিযোগ, পর্যটন টানতে কোটি কোটি টাকা খরচ করে পরিকাঠামো গড়ে তোলা হলেও নিয়মনীতি ও সুরক্ষা বিধি এড়িয়ে পাহাড়ের বিভিন্ন প্রান্তে গজিয়ে উঠেছে বিভিন্ন ধরণের অ্যাডভেঞ্চার স্পোর্টস কেন্দ্র৷ যেখানে দেদার চলছে কম দামে আকাশ পথে ‘অ্যাডভেঞ্চার’ দেওয়ার পালা৷ বহু ক্ষেত্রেই কম প্রশিক্ষণপ্রাপ্ত ও অপ্রশিক্ষিতদের হাতেই তুলে দেওয়া হচ্ছে ‘অ্যাডভেঞ্চার স্পোর্টে’র নিয়ন্ত্রণ৷ ফলে, ছোট-বড় দুর্ঘটনাও ঘটছে নিয়মিত৷ মাঝেমধ্যে আহতও হতে হচ্ছে পর্যটকদের৷ এদিনের এই দুর্ঘটনা তারই জের বলে মনে করছেন পাহাড়বাসীর একাংশ৷ তবে, মৃত ওই প্যারাগ্লাইডিংয়ের পাইলটের কোনও প্রশিক্ষণ ছিল কি না তা এখনও জানা সম্ভব হয়নি৷ বন্ধ করে দেওয়া হয়েছে পাহাড়ের সমস্ত প্যারাগ্লাইডিং পরিষেবা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.