Advertisement
Advertisement

Breaking News

Panskura

বাড়িতে এখনও পড়ে চিপসের প্যাকেট, ‘ফেরার’ সিভিক ভলান্টিয়ারের কঠোর শাস্তির দাবি সন্তানহারা মায়ের

এদিকে, সিভিক ভলান্টিয়ারের বাড়ি ও বাইক ভাঙচুরের ঘটনায় ধৃত ৬।

Panskura's civic volunteer is now absconded
Published by: Sayani Sen
  • Posted:May 23, 2025 9:10 pm
  • Updated:May 23, 2025 9:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘর ভর্তি তার স্মৃতি। ছড়িয়ে ছিটিয়ে পড়ে পোশাক, খেলনা। যার জন্য এত কাণ্ড সেই চিপসের প্যাকেট এখনও পড়ে বাড়ির কোণে। নেই শুধু খুদে সন্তান। চোখের জলে ভাসছেন সদ্য সন্তানহারা বাবা-মা। এদিকে, এখনও ফেরার অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর মণ্ডল। তার কঠোর শাস্তির দাবিতে সরব স্বজনহারা পরিবার ও প্রতিবেশীরা।

Advertisement

পাঁশকুড়ার গোঁসাইবেড় বাজারের বাসিন্দা নিহত কৃষ্ণেন্দু দাস। গত বৃহস্পতিবার এলাকার বাসিন্দা পেশায় সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের দোকানে চিপস কিনতে যায়। সেই সময় দোকানে ছিল না শুভঙ্কর। দোকানের সামনে পড়ে থাকা চিপসের প্যাকেট কুড়িয়ে নিয়ে আসে স্কুলছাত্র। অভিযোগ, বাড়ি ফেরার সময় শুভঙ্কর সপ্তম শ্রেণির ওই ছাত্রকে ধরে কান ধরে ওঠবস এবং মারধর করায়। তারপরই অভিমানে আত্মঘাতী হয় স্কুলছাত্র। সুইসাইড নোট উদ্ধার করা হয়। সে লিখে যায়, “মা আমি বলে যাচ্ছি যে আমি কুড়কুড়েটি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম। চুরি করিনি।”

এই ঘটনার পর থেকেই বেপাত্তা সিভিক ভলান্টিয়ার শুভঙ্কর। তার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। বৃহস্পতিবার রাতে অভিযুক্তের বাড়ি ভাঙচুর করে এলাকাবাসী। তার বাইকও ভেঙে দেওয়া হয়। এই ঘটনায় মোট ৬ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের শুক্রবার আদালতে তোলা হয়। ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে, সিভিক ভলান্টিয়ারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন জেলা পুলিশ সুপারকে স্মারকলিপি জমা দেন নাগরিক সুরক্ষা কমিটির সদস্যরা। অভিযুক্তের বাড়ি ভাঙচুরে অভিযুক্ত ৬ জনের গ্রেপ্তারির প্রসঙ্গে ক্ষোভ উগরে দেন নাগরিক সুরক্ষা কমিটির মুখপাত্র নারায়ণচন্দ্র নায়ক। তিনি বলেন, “নাবালকের দেহ বাড়িতে ফিরলে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হতে পারে, তা ভাবা প্রয়োজন ছিল। তা পুলিশ করেনি। পরিবর্তে ৬ জনকে গ্রেপ্তারির মতো অনভিপ্রেত ঘটনা ঘটল। যা সত্যিই দুঃখজনক।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement