শ্রীকান্ত পাত্র, ঘাটাল: কখনও হঠাৎ খড়ের গাদায়, কখনও আবার ঘরের মধ্যে দপ করে জ্বলে উঠছে আগুন। আতঙ্কে দিশেহারা চন্দ্রকোনার লাহিড়ীগঞ্জের বাসিন্দারা। বেশ কয়েকদিন ধরেই এমন অদ্ভুতুড়ে কাণ্ড ঘটছে লাহিড়ীগঞ্জের রুইদাস পাড়ায়। হঠাৎ আগুন লাগার কারণ কী, তা জানতে ওঝা-তান্ত্রিক কারও পরামর্শ নিতে বাদ রাখেননি স্থানীয়রা। কারণ তাঁদের বিশ্বাস, কোনও অশরীরী আত্মার কুদৃষ্টিতে পড়েছেন তাঁরা। তাই মঙ্গলবার ওঝা, পুরোহিত ডেকে বাড়িতে যাগযজ্ঞও করা হয়েছে।
সেই ঘটনার পর থেকেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। জানা গিয়েছে, আগুন জ্বলছে সকাল ছ’টা থেকে সন্ধে ছ’টা-সাতটা পর্যন্ত। রাতে নয়। অভিযোগ, শুধু আগুনই নয়, এলাকার বাসিন্দা প্রশান্ত রুইদাসের স্ত্রী মামণি ও তাঁর ১২ বছরের মেয়ে জবা নাকি দিনদিন রুগ্ন হয়ে পড়ছেন এই অশুভ আত্মার শিকার হয়ে। কিছুতেই রোগ সারছে না। তাই এই অশুভ আত্মার হাত থেকে রেহাই পেতে মঙ্গলবার বাড়িতে ওঝা, পুরোহিত ডেকে রীতিমতো যাগযজ্ঞও করেছেন প্রশান্তবাবুরা। আর তারপরই নাকি অশুভ আত্মা উধাও, এমনটাই দাবি গ্রামবাসীদের। তবে বুধবারও একবার দপ করে জ্বলে উঠেছিল সেই আগুন।
কয়েকদিনের ঘটনায় একেবারে ভেঙে পড়েছেন প্রশান্তবাবুরা। তাঁরা বলেন, “কার দোষে যে কী হচ্ছে আমরা কিছুই বুঝতে পারছি না। তবে মহাপ্রভুর ভোগ দেওয়ার পর কিছুটা কমছে।” বুধবার ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রুইদাস পাড়ার বাড়িগুলি বেশিরভাগই মাটির কাঁচা বাড়ি। মাটির দেওয়াল। ছোট ছোট জানালা। দরজাও বেশ ছোট। ঘরের ভিতর থেকে এক ধরণের গন্ধ ছড়িয়ে পড়ছে। সম্ভবত তা মিথেন গ্যাসের। এলাকার এক কলেজ পড়ুয়ার কথায়, “আমারও মনে হয়েছিল যে হয়তো মিথেন গ্যাস থেকেই আগুন জ্বলে উঠে নিভে যাচ্ছে। কিন্তু পাড়ার সকলকে কী করে বিশ্বাস করাই।”
ইতিমধ্যেই এ বিষয়ে থানার ওসি, বিডিও এমনকী জেলা প্রশাসনের কর্তাদেরও জানানো হয়েছে। চন্দ্রকোনা থানার ওসি ঘটনাস্থল পরিদর্শনও করেন। চন্দ্রকোনা পঞ্চায়েত সমিতির সভাপতি হীরালাল ঘোষ বলেন, “রহস্যজনক এই আগুন নিয়ে আমরাও চিন্তিত। বিশেষ করে পরিবারগুলি আতঙ্কে ভুগছে। আমরা বিজ্ঞানমঞ্চের সঙ্গে যোগাযোগ করছি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.