শুভদীপ রায় নন্দী, শিলিগুড়ি: গোপন সূত্রে খবর পেয়ে বেশ কয়েক কেজি প্যাঙ্গোলিনের আঁশ-সহ এক যুবককে গ্রেপ্তার করল নিউ জলপাইগুড়ির রেল পুলিশ৷ ধৃতের নাম আমজাদ হোসেন ওরফে তাবরেজ৷ পাচারের উদ্দেশ্যেই এই আঁশ পাচার করা হচ্ছিল বলে জানিয়েছেন আরপিএফের আধিকারিকরা৷ ধৃতকে আজই পেশ করা হবে আদালতে৷
[ফোনে বিধায়কের ভুয়ো পরিচয় দিয়ে গ্রেপ্তার দুই যুবক]
নিউ জলপাইগুড়ি আরপিএফ আধিকারিকরা জানিয়েছেন, ডিব্রুগড়-চণ্ডীগড় অবোধ অসম এক্সপ্রেসে করে প্যাঙ্গোলিনের আঁশগুলি পাচার করা হচ্ছিল৷ তাঁদের কাছে এই বিষয়ে আগাম খবর ছিল৷ সে মতোই গোপনে অভিযান চালান তাঁরা৷ গোপন অভিযানে ১ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অবোধ অসম এক্সপ্রেস থেকে অভিযুক্ত আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়৷ তার কাছ থেকে উদ্ধার হয়েছে মোট সাড়ে চার কেজি প্যাঙ্গোলিনের আঁশ৷ ভারতে যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা৷ আরপিএফ জানিয়েছে, দেরাদুনের বাসিন্দা আমজাদ পাচারের উদ্দেশ্যেই এই আঁশ পাচার করছিল৷ হাওড়ায় গিয়ে এই সাড়ে চার কেজি আঁশ অন্যজনের কাছে হাতে তুলে দিত সে৷ সেখান থেকে পূর্ব ও দক্ষিণ ভারতে পাচারের ছক ছিল৷
[বিনা নোটিসে বন্ধ চা-বাগান, ১৩০০ শ্রমিকের ভবিষ্যৎ অনিশ্চিত]
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই এই পাচারকার্যের সঙ্গে জড়িত রয়েছে ধৃত আমজাদ৷ নেশার সরঞ্জাম তৈরির জন্যই দেশের বিভিন্ন অংশে এই প্যাঙ্গোলিনের আঁশ পাচার করত সে৷ আরপিএফের সুপার আন্নাপ্পা ই জানিয়েছেন, ধৃতে মঙ্গলবারই আদালতে পেশ করা হবে৷ তাঁকে ১৪ দিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করবেন তদন্তকারীরা৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.