Advertisement
Advertisement
Panchayet Secretary

প্রায় দুকোটি টাকা আর্থিক তছরুপ! পুলিশের জালে ফরাক্কার পঞ্চায়েত সচিব

বিডিও-র অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করছে সুতি থানার পুলিশ।

Panchayet Secretary arrested for 2 crore money laundering
Published by: Paramita Paul
  • Posted:December 19, 2024 11:33 am
  • Updated:December 19, 2024 11:35 am  

শাহজাদ হোসেন, ফরাক্কা: পঞ্চদশ কমিশনের অর্থ নয়ছয়! প্রায় দুকোটি টাকা আর্থিক তছরুপের মামলায় গ্রেপ্তার পঞ্চায়েতের সচিব। ঘটনাস্থল মুর্শিদাবাদের সুতি ব্লকের বহুতালি গ্রাম পঞ্চায়েত।

দুই কোটি টাকা আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে সুতি-১ ব্লকের অন্তর্গত বহুতালি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি অশোককুমার ঘোষকে। ইতিমধ্যেই তাঁকে জঙ্গিপুর মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত চালাচ্ছে সুতি থানার পুলিশ। সূত্রের খবর, ২০২১ থেকে ২৩ সালের মধ্যে আর্থিকবর্ষে পঞ্চদশ কমিশনের প্রায় দুই কোটি টাকা গরমিলের ঘটনায় আদালতের নির্দেশে সেক্রেটারিকে গ্রেপ্তার করেছে সুতি থানার পুলিশ। গ্রেপ্তারির বিষয়টি নিশ্চিত করেছেন সুতি-১ ব্লকের বিডিও। তিনি জানিয়েছেন, “পঞ্চদশ কমিশনের টাকা গরমিল দেখতে পেয়েই আমি নিজেই FIR করেছিলাম। প্রধানও লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তারপরই সেক্রেটারিকে গ্রেপ্তার করা হয়েছে।”

Advertisement

এদিকে সূত্রের খবর, বিষয়টি নিয়ে হাই কোর্টে মামলা করা হয়। সেই মামলার তদন্ত করতে গিয়েই আর্থিক তছরুপে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে বহুতালি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারিকে। এই ঘটনায় সুতির রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যে সৃষ্টি হয়েছে। এই বিপুল টাকা আর্থিকতা তছরুপের পিছনে আর কেউ জড়িত রয়েছে কি না তাও খতিয়ে দেখছে সুতি থানার পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement