Advertisement
Advertisement

Breaking News

Malda

জমিতে ছাগল ঢোকা নিয়ে ঝগড়া, মালদহে পঞ্চায়েত সচিবকে কুপিয়ে ‘খুন’ তুতো ভাইয়ের

ঘটনায় আহত সচিবের পরিবারের আরও তিন সদস্য। গ্রেপ্তার মূল অভিযুক্ত-সহ ৩।

Panchayet secretary allegedly killed by stabbing due to land dispute

প্রতীকী চিত্র

Published by: Sucheta Sengupta
  • Posted:March 15, 2025 7:23 pm
  • Updated:March 15, 2025 7:53 pm  

বাবুল হক, মালদহ: আগেকার পারিবারিক বিবাদে তুতো ভাইদের মধ্যে ঝামেলা চলছিল। এবার একজনের জমিতে আরেক ভাইয়ের ছাগল ঢোকা নিয়ে ঝগড়াঝাঁটির থেকে একেবারে রক্তারক্তি কাণ্ড মালদহের ভূতনি থানা এলাকার গোবর্ধনটোলা গ্রামে। ধারালো অস্ত্রের আঘাতে ‘খুন’ হলেন পঞ্চায়েত সচিব (সেক্রেটারি)। আহত তাঁর পরিবারের আরও তিন সদস্য। তাঁরা মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। অভিযোগ তুতো ভাইয়ের বিরুদ্ধে। শনিবার দুপুর নাগাদ এই ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছয়। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার মূল অভিযুক্ত-সহ তিনজন।

ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগে। মালদহের দক্ষিণ চণ্ডীপুর পঞ্চায়েতের সচিব কমল মণ্ডলের সঙ্গে তুতো ভাই ফেকন মণ্ডলের নানা বিষয় নিয়ে সংঘাত ছিল। তাঁদের বাড়ি হীরানন্দপুর গ্রাম পঞ্চায়েতের গোবর্ধনটোলা গ্রামে। সম্প্রতি বিদ্যুৎ সংযোগ নিয়ে ঝামেলা হয় দু’জনের। কমলের বাড়ির উপর দিয়ে ফেকনের বাড়ির বিদ্যুতের তার যাওয়ায় সমস্যা হয়। তা নিয়ে দু’ভাইয়ের ঝগড়া হয়েছিল। তখনকার মতো বিষয়টি মিটে গেলেও দোলের দিন ফের উভয়ের মধ্যে বিবাদ হয়।

Advertisement

ফেকন মণ্ডল অভিযোগ করেন, কমলের ছাগল ঢুকে তাঁর জমির ফসল নষ্ট করেছে। এনিয়ে ঝগড়া শুরু হয়। অভিযোগ, তার মাঝেই ফেকন ও তার বন্ধুরা মিলে কমলের উপর ধারালো অস্ত্র নিয়ে আঘাত করে। উপুর্যপরি আঘাত করা হয় তাঁকে।শুধু তাঁকেই নয়, কমলের স্ত্রী-সহ আরও তিনজনের উপরও একইভাবে হামলা হয় বলে অভিযোগ। চারজনকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা কমলকে মৃত বলে ঘোষণা করেন। 

কমলের স্ত্রী ময়ূরী-সহ বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে ভূতনি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পরিবারের সদস্য ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে, ফেকন মণ্ডল ও তার বন্ধুরা মদ্যপ অবস্থায় ছিল। তাই ভাইয়ের সঙ্গে ঝগড়াঝাঁটি হতেই ধারালো অস্ত্র চালিয়ে দিয়েছে। ফেকন ও তার দুই বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আহতরা সুস্থ হয়ে উঠলে তাঁদের বয়ান রেকর্ড করে গোটা বিষয়টি ভালোভাবে জানতে চান তদন্তকারীরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
News Hub