Advertisement
Advertisement
Panchayat Vote 2023

Panchayat Vote 2023: নিশানায় বিএসএফ, ‘গুলি করলে গ্রেপ্তার করুন’, কোচবিহারে পুলিশকে নির্দেশ মমতার

'গুলি করা যেন অধিকার', সীমান্তরক্ষী বাহিনীর 'অতি সক্রিয়তা'য় তোপ তৃণমূল নেত্রীর।

Panchayat Vote 2023: Mamata Banerjee targets BSF to starts campaign with family of man died due shooting | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:June 26, 2023 1:02 pm
  • Updated:June 26, 2023 4:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোটের (Panchayat Vote) প্রচারপর্বের শুরুতে কোচবিহারকে বেছে নিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সোমবার কোচবিহার (Cooch Behar) ১ নং ব্লকে চান্দামারি এলাকা থেকে প্রচারের শুরুতেই তিনি নিশানা করলেন বিএসএফ-কে (BSF)। এই জেলাতেই একাধিকবার বিএসএফের গুলিতে নিরীহ মানুষের মৃত্যু হয়েছে। সেসব ঘটনার প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আক্রমণ, ”গুলি করা যেন অধিকার হয়ে উঠেছে। আমার কাছে খবর আছে, সীমান্ত পাহারা দেওয়ার নামে লোকজনকে ভয় দেখাচ্ছে, অত্যাচার করছে। কিন্তু আমি বলছি, কেউ ভয় পাবেন না। পুলিশে খবর দিন।” এদিন তাঁর সভামঞ্চে হাজির ছিলেন বিএসএফের গুলিতে নিহত যুবকের পরিবার। তাঁদের সঙ্গে নিয়েই বিএসএফকে কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী।

উত্তরবঙ্গ থেকে পঞ্চায়েত ভোটের প্রচারে নেমেছেন নেত্রী। সোমবার চান্দামারির সভামঞ্চে বিএসএফের গুলিতে নিহত যুবকের পরিবারের সদস্যদের হাজির করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”তৃণমূল এঁদের পাশে আছে, থাকবে। পুলিশকে বলেছি, এঁদের নিরাপত্তার দিকটা খেয়াল রাখতে।” মুখ্যমন্ত্রীর আশ্বাস, ভরসা পেয়ে তখন তাঁদের চোখেও যেন কৃতজ্ঞতার অশ্রু। 

Advertisement

[আরও পড়ুন: রাজ্য নির্বাচন কমিশনার পদে রাজীব সিনহার নিয়োগকে চ্যালেঞ্জ, হাই কোর্টে দায়ের মামলা]

এরপরই বিএসএফের ‘অতি সক্রিয়তা’ ঠেকাতে মুখ্যমন্ত্রীর পরামর্শ, ”সবাইকে বলছি, বিএসএফ ভয় দেখালে ভয় পাবেন না। সঙ্গে সঙ্গে পুলিশে জানান। আর কোথাও গুলি চললে পুলিশ যেন গ্রেপ্তার করে। কাউকে ছাড়া হবে না। সীমান্তরক্ষার নামে বাড়াবাড়়ি চলবে না। এনিয়ে কেন্দ্রের কাছেও বারবার বলা হয়েছে। বিএসএফ কেন গ্রামে ঢুকে নিরীহদের উপর অত্যাচার করবে? গুলি করাটা যেন অধিকারের মধ্যে পড়ে। কেউ এসব মেনে নেবেন না।” বিজেপির (BJP) বিরুদ্ধেও সরব হলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। মহিলাদের উদ্দেশে স্থানীয় ভাষা ব্যবহার করে তাঁর বার্তা, ”বিজেপি ভয় দেখাতে এলে হাতা-খুন্তি নিয়ে তাড়া করুন।” 

[আরও পড়ুন: ঠিক যেন সিনেমা! দিল্লিতে গাড়ি ধাওয়া করে টাকা হাতিয়ে চম্পট বাইক আরোহীর, ভাইরাল ভিডিও]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement