Advertisement
Advertisement
Panchayat Vote 2023

Panchayat Vote 2023: সাগরদিঘিতে ফের বায়রন মডেল, বায়রনের হাত ধরেই তৃণমূলে বাম-কংগ্রেসের জয়ী প্রার্থীরা

বিরোধীদের সাগরদিঘির মডেল ফেল!

Panchayat Vote 2023: Winning candidates of CPM and Congress joins TMC in Sagardighi| Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:July 12, 2023 8:46 pm
  • Updated:July 12, 2023 8:46 pm  

শাহজাদ হোসেন, ফরাক্কা: বিরোধীদের সাগরদিঘির মডেল ফেল! মুর্শিদাবাদের এবার নতুন মডেল। বায়রন মডেল! পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Vote) ভোট গণনা শেষ হতেই সাগরদিঘি ব্লকে তৃণমূলে যোগদানের হিড়িক পড়ে গিয়েছে। বাম-কংগ্রেসের নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের সদস্যরা দলবদল করে তৃণমূলে শামিল হলেন।

বুধবার সন্ধেয় সাগরদিঘি দলীয় কার্যালয়ে বিধায়ক বায়রন বিশ্বাসের উপস্থিতিতে বালিয়া গ্রাম পঞ্চায়েতের সিপিআইএমের নির্বাচিত সদস্য মীরা খাতুন ও মনিগ্রামের কংগ্রেসের দুই নবনির্বাচিত সদস্য সাবির শেখ ও আনারুল শেখ তৃণমূলে যোগদান করলেন। বিধায়ক বায়রন বিশ্বাস তাঁদের হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন। বিধায়ক বায়রন বিশ্বাস জানান, “মডেল সাগরদিঘি গড়া আমার স্বপ্ন। সাগরদিঘির উন্নয়নের অগ্রগতির জন্য সিপিআইএমের এক ও কংগ্রেসের আর দুজন সদস্য তৃণমূলে শামিল হলেন।” তাঁর আরও আশা, সাগরদিঘি ব্লকে শীঘ্রই বিরোধী দলের নবনির্বাচিত আরও গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য তৃণমূলে যোগদান করবেন। এদিনের যোগদান সভায় উপস্থিত ছিলেন সাগরদিঘি ব্লক তৃণমূলেক সভাপতি সামশূল হুদা ও জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সম্পাদক আরব আলি।

Advertisement

[আরও পড়ুন: পুলিশকে কুকুরের সঙ্গে তুলনা বিজেপি বিধায়কের, গণপিটুনির নিদান শান্তনু ঠাকুরের]

পঞ্চায়েত নির্বাচনে সাগরদিঘি মডেল মুখ থুবড়ে পড়েছে। শাসকদলের ঐক্যবদ্ধ জোড় লড়াইয়ে উড়ল সবুজ ঝড় সাগরদিঘিতে। ব্লকের এগারোটি মধ্যে দশটি গ্রামপঞ্চায়েত দখল করল শাসকদল। একটি গ্রামপঞ্চায়েত নিয়ে খুশি থাকতে হল বিরোধীদের। বড় সাফল্য তিনটি জেলাপরিষদ আসনেও। পাশাপাশি সাগরদিঘি পঞ্চায়েত সমিতির ৩৩টি আসনের মধ্যে তৃণমূল-২৩, কংগ্রেস-৮, সিপিআইএম-১ ও বিজেপি একটি আসনে জয়লাভ করেছে। সাগরদিঘি ব্লকের গ্রাম পঞ্চায়েতের ২৭১টি আসনের মধ্যে তৃণমূল জয়লাভ করেছে ১১৯টি আসনে। কংগ্রেস জয়লাভ করেছে ৪৯টি আসনে। বিজেপি জয়লাভ করেছে ২৮টি আসনে। সিপিআইএম জয়লাভ করেছে ২৬টি। নির্দলরা জয়লাভ করেছে ১৫টি আসনে। আইএসএফ একটি জয়লাভ করে সাগরদিঘিতে তাদের অস্তিত্ব জানান দিয়েছে।

সাগরদিঘির উপনির্বাচনে বাম-কংগ্রেস জোট প্রার্থী বায়রন বিশ্বাস জয়লাভ করে সাগরদিঘি মডেল বিরোধীদের হাতিয়ার হয়ে উঠেছিল। তিনি শাসক শিবিরে যোগদানের পর সাগরদিঘি মডেল নিয়ে বিরোধীদের মনে সংশয় সৃষ্টি হয়। এিস্তর পঞ্চায়েত নির্বাচনে সেই মডেল শাসক দলের ঐক্যবদ্ধ লড়াইয়ে মুখ থুবড়ে পড়ল সাগরদিঘিতে। পঞ্চায়েত নির্বাচনে শাসক শিবিরের তুরুপের তাস বিধায়ক বায়রন বিশ্বাস।পঞ্চায়েত নির্বাচনে ‘বায়রন ম্যাজিক’কে কুপোকাত বিরোধীরা। উড়ল সর্বত্র সবুজ আবির। ‘বায়রন ম্যাজিকে’ উপনির্বাচনে হেরে যাওয়ার কয়েক মাসের মধ্যে এিস্তর পঞ্চায়েত নির্বাচনে সাগরদিঘি ‘দখল’ করে দেখিয়ে দিল শাসক শিবির।

আরও পড়ুন: পঞ্চায়েত ভোট মিটতেই শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা কণিষ্ক পণ্ডাকে গ্রেপ্তার করল পুলিশ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement