ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের নতুন করে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় (Bhangar)। ১৪৪ ধারা জারি সত্ত্বেও বুধবার সকালে লাঠি হাতে বিডিও অফিসের সামনে জড়ো প্রচুর তৃণমূল কর্মী-সমর্থক। তাঁদের নিশানায় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁর পিঠের চামড়া তুলে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল কর্মীরা।
পঞ্চায়েত ভোটের (Panchayat Vote 2023) নমিনেশন নিয়ে গত কয়েকদিন ধরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে বিভিন্ন এলাকা। বুধবার মনোনয়ন পেশকে কেন্দ্র করে কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল ভাঙড়। মুড়িমুড়কির মতো বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। চলছে গুলি। জখম হয়েছেন বহু। কয়েকঘণ্টা ধরে চলছে অশান্তি। আরাবুল ইসলামের ছেলের গাড়িতে মিলেছে বোমা। আইএসএফের অভিযোগ ছিল, হামলা চালিয়েছে তৃণমূল। এদিকে তৃণমূলের অভিযোগ ছিল, নওশাদের নেতৃত্বে অশান্তি করেছে আইএসএফ। গতকাল সাময়িকভাবে পরিস্থিতি আয়ত্তে এলেও বুধবার নতুন করে ফের উত্তপ্ত হয়ে উঠল এলাকা। শুরু বোমার তাণ্ডব।
এদিন সকালে ভাঙড়ের যে এলাকায় ১৪৪ ধারা জারি, অর্থাৎ মনোনয়ন কেন্দ্র সংলগ্ন এক কিলোমিটার এলাকার মধ্যেই দেখা গেল লাঠি হাতে প্রচুর তৃণমূল সমর্থক। সকলের মুখ বাধা, হাতে লাঠি, বাঁশ। তৃণমূলের সাফ কথা, নওশাদের লোকেরা গতকাল অশান্তি করেছে। আজ আর তাঁদের মনোনয়ন পেশ করতে দেওয়া হবে না। এক তৃণমূল নেতা স্পষ্ট বললেন, “নওশাদ তাণ্ডব করেছেন পীর হয়েও। আমরা বসে থাকব না। নওশাদ সিদ্দিকির পিঠের চামড়া তুলে নেব আজ।” কেউ বললেন, “অ্যাকশন হবে আজ।” আক্রান্ত হয়েছেন সংবাদমাধ্যমের কর্মীরাও। তাঁদের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। সব মিলিয়ে ফের অগ্নিগর্ভ এলাকা। যদিও তৃণমূল নেতার দাবি, শান্তিপূর্ণভাবেই চলছে মনোনয়ন। এই অশান্তি নিয়ে শাসকদলকে নিশানা করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “তৃণমূল উন্মাদ হয়ে গিয়েছে। তাই নেতারা গাড়িতে বোমা নিয়ে ঘুরছেন, বুঝতে পারছেন না যে বোমা ফাটলে নিজেও মরতে পারেন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.