সম্যক খান, মেদিনীপুর: শুধু দিলীপ ঘোষই নন, পশ্চিম মেদিনীপুরের জেলা সিপিএম (CPM) সম্পাদক তথা ডাকাবুকো নেতা সুশান্ত ঘোষও এবারের পঞ্চায়েত ভোটে (Panchayat Vote 2023) প্রার্থী দিতে পারলেন না নিজের বুথেই! গড়বেতা ৩ নম্বর ব্লকের বেনাচাপড়া গ্রামে তাঁর পৈতৃক বাড়ি। সুশান্তবাবু নিজে চন্দ্রকোনা রোডে থাকলেও তিনি বেনাচাপড়ার ১৮৬ নম্বর বীরসিংপুর বুথের ভোটার। কিন্তু এবার সেখানে গ্রাম পঞ্চায়েতে প্রার্থী দিতে পারেনি সিপিএম। এমনকি প্রার্থী দেয়নি বিজেপিও (BJP)। ফলে ওই আসনটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গিয়েছেন তৃণমূলের (TMC) ময়না রায়।
যদিও পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে লড়ছেন সিপিএমের প্রার্থীরা। সুশান্তবাবুর দাবি, নিছকই সংরক্ষিত ওই আসনে প্রয়োজনীয় নথিপত্র ঠিকঠাকভাবে জোগাড় না করতে পারায় সেখানে প্রার্থী দেওয়া যায়নি। তফসিলি জাতি মহিলা (SC-Woman) সংরক্ষিত ওই আসনে যাঁকে প্রার্থী হিসেবে ঠিক করা হয়েছিল, তাঁর আসল সার্টিফিকেট শেষ মুহূর্তে পাওয়া যায়নি। তবে ফটোকপি (X-rox)ছিল নথিপত্রের। প্রার্থী জানিয়েছিলেন, তাঁর সব আসল সার্টিফিকেট হুগলির এক প্রত্যন্ত গ্রামে, বাপের বাড়িতে রাখা আছে। শেষ মুহূর্তে সেসব আনা সম্ভব হয়নি। আর সেই কারণে তিনি প্রার্থী হতে পারলেন না। সংরক্ষণের কারণেই তাঁরা বেশ কিছু জায়গায় সমস্যার মধ্যে পড়েছেন।
উল্লেখ্য, গড়বেতায় কঙ্কাল কাণ্ডের জেরে দীর্ঘদিন জেলবন্দি থাকার পর বছর দুই আগেই সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে ছাড়া পেয়ে নিজের গড়ে ফিরেছেন সুশান্ত ঘোষ (Susanta Ghosh)। তাঁকে জেলা সম্পাদকের দায়িত্ব দিয়েছে সিপিএম। এবারের পঞ্চায়েত ভোটেও তাঁর নেতৃত্বেই লড়বে সিপিএম। দিন কয়েক আগেই ঘাটাল এলাকার জাড়া গ্রামে বড়সড় জনসভা করেছেন সুশান্ত ঘোষ। কিন্তু বাস্তব পরিস্থিতি একটু ভিন্ন। সুশান্ত ঘোষের নিজের গ্রামে নিজের বুথেই প্রার্থী দিতে পারল না সিপিএম।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.