Advertisement
Advertisement
Panchayat Vote 2023

Panchayat Vote 2023: মালদহে তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ, কাঠগড়ায় কংগ্রেস

দেহ ফেলে রাস্তা অবরোধ তৃণমূল কর্মীদের।

Panchayat Vote 2023: TMC leader allegedly murdered in Maldah | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:June 17, 2023 4:01 pm
  • Updated:June 17, 2023 5:56 pm

বাবুল হক ও অর্ণব দাস: রাজ্য়ে ফের ভোটের বলি! পঞ্চায়েত ভোটের (Panchayat Vote 2023) আগে ফের খুন তৃণমূল নেতা। এবার ঘটনাস্থল মালদহ। শনিবার দুপুরে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। কাঠগড়ায় কংগ্রেস কর্মীরা। খুনের প্রতিবাদে ৩৪ নং জাতীয় সড়কে দেহ ফেলে রাস্তা অবরোধ করেছেন তৃণমূল (TMC) কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছেছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। ইতিমধ্যে জেলাশাসককে ফোন করে রিপোর্ট চাইল নির্বাচন কমিশন। 

মৃত তৃণমূল নেতার নাম মুস্তাফা শেখ। তাঁর স্ত্রী মালদহের (Maldah) সুজাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন। তৃণমূলের অভিযোগ, এদিন দুপুরে মসজিদ থেকে নামাজ পড়ে ফিরছিলেন মুস্তাফা। সেই সময় একদল কংগ্রেস কর্মী তাঁকে ঘিরে ধরে বেধড়ক মারধর করতে শুরু করে। লাঠি, রড, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হচ্ছিল। পরে কুপিয়ে খুন করা হয় তাঁকে। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। 

Advertisement

[আরও পড়ুন: মোদি যখন গীতিকার…, এই মহৎ কারণে প্রধানমন্ত্রীর লেখা গান গাইবেন গ্র্যামি জয়ী গায়িকা]

৩৪ নং জাতীয় সড়কে মৃতদেহ ফেলে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মীরা। ঘটনাস্থলে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন। তাঁর দাবি, “নমাজ পড়ে মসজিদ থেকে বাড়ি ফিরছিলেন মুস্তাফা। রাস্তায় ঘিরে ধরে কুপিয়ে খুন করা হয়েছে তাঁকে। দুষ্কৃতীদের শনাক্ত করা হয়েছে। তাদের দ্রুত গ্রেপ্তার করুক পুলিশ।” রাজ্যের মন্ত্রীর দাবি, “দুষ্কৃতীরা ২৪ ঘণ্টা আগেই কংগ্রেসে যোগ দিয়েছিল। তাদের কড়া শাস্তির ব্যবস্থা করা হোক।” মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতেও যাচ্ছেন মন্ত্রী।

উল্লেখ্য, পঞ্চায়েত ভোট (Panchayat Election) ঘিরে রাজ্যে বাড়ছে উত্তাপ। প্রথম প্রাণহানির ঘটনাটি ঘটে মুর্শিদাবাদে। প্রাণ হারান কংগ্রেস কর্মী। তারপর একে একে মুর্শিদাবাদের নবগ্রামে ১ তৃণমূল কর্মী, ভাঙড়ে আইএসএফ ও তৃণমূল মিলিয়ে ৩, চোপড়ায় এক সিপিএম কর্মীর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে মনোনয়ন ও স্ক্রুটিনি পর্ব মিলিয়ে বাংলায় সাতজনের মৃত্যু হল।    

[আরও পড়ুন: পঞ্চায়েতের লড়াই এবার নূর পরিবারে! সামশেরগঞ্জে দল বদলে দুই ভাই একে অপরের প্রতিদ্বন্দ্বী]

অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনে আবহে দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে উত্তর ২৪ পরগনার গোবরডাঙায় আক্রান্ত তৃণমূল নেতা। তাঁকে লক্ষ্য করে চলল তিন রাউন্ড গুলি। প্রাণঘাতী হামলা এড়াতে পারলেও তাঁকে মারধর করা হয়। ধ্বস্তাধ্বস্তিতে জখম হয়েছেন তিনি। নাম আবদুর রউফ মণ্ডল। কাঠগড়ায় সিপিএম কর্মীরা।  

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement