Advertisement
Advertisement

Breaking News

Panchayat Vote 2023

Panchayat Vote 2023: ভোটের দুদিন আগে অব্যাহত হিংসা! দিকে দিকে আক্রান্ত শাসকদলই

একাধিক জায়গায় আক্রান্ত তৃণমূল প্রার্থী।

Panchayat Vote 2023: TMC candidate and party workers attacked before Panchayat Election | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:July 6, 2023 12:47 pm
  • Updated:July 6, 2023 1:58 pm  

সংবাদ প্রতিদিন ব্যুরো: ভোটের (Panchayat Vote 2023) ৪৮ ঘণ্টা আগে রাজ্য দিকে দিকে আক্রান্ত খোদ শাসকদল। উত্তরের শীতলকুচি থেকে দক্ষিণের কুলতলি, বাদ নেই উত্তর ২৪ পরগনার হাবরা, বীরভূমের ময়ৃবেশ্বরও। শীতলকুচিতে তৃণমূল প্রার্থীর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠল কংগ্রেসের বিরুদ্ধে। আবার সিপিএমের ভোটার স্লিপ না নেওয়ার ‘অপরাধে’ তৃণমূল কর্মীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে বাম কর্মীদের বিরুদ্ধে। বীরভূমে আবার তৃণমুল প্রার্থীকে উদ্দেশ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছে এলাকার সিপিএম প্রার্থী ও তাঁর ভাইদের বিরুদ্ধে। সবমিলিয়ে একাধিক জেলায় তৃণমূল প্রার্থী, কর্মীদের নিশানা করছে বিরোধীরা।

ভোটের আবহে উত্তপ্ত কোচবিহার। একাধিকবার গুলি চলা, বোমাবাজির খবর মিলেছে। এবার নির্বাচনের ৪৮ ঘণ্টা আগে শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী ফজিলা বিবির বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ উঠল। শাসকদলের অভিযোগ, বুধবার রাতে তাঁর বাড়ির সামনে পরপর ৫টি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। চারটি বোমা ফাটলেও, পরে এলাকা থেকে একটি তাজা বোমা উদ্ধার করে শীতলকুচি থানার পুলিশ। তবে বোমাবাজির অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস।

Advertisement

[আরও পড়ুন: ভোটের আগে অগ্নিগর্ভ মুর্শিদাবাদ, বেলডাঙায় বোমা বাঁধতে গিয়ে মৃত যুবক, জঙ্গিপুরে CPM প্রার্থীকে গুলি]

আবার কুলতলিতে সিপিএমের ভোটার স্লিপ না নেওয়ায় তৃণমূল কর্মীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে বাম কর্মীদের বিরুদ্ধে। বাবাকে বাঁচাতে গেলে আক্রান্ত হন ছেলে। ঘটনাটি ঘটেছে কুলতলির কুন্দখালি গদাবর গ্রামে। আহত তৃণমূল কর্মী অময় সরদার ও তাঁর ছেলে বিশ্বজিৎ সরদার। অভিযোগ বাড়ি থেকে বের হতেই ধারালো অস্ত্র দিয়ে কোপ মারা হয় অময় সরদারকে। ওই সময় ছেলে বিশ্বজিৎ বাড়ি ফিরছিলেন। বাবাকে বাঁচাতে গেলে ছেলেকেও ধারালো অস্ত্রের কোপ মারে বলে অভিযোগ। ৬-৭ জন সিপিএম ও বিজেপিআশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। আহত অময় ও বিশ্বজিৎ চিৎকার শুরু করলে পরিবার ও এলাকার মানুষ জন ছুটে আসে। সঙ্গে সঙ্গে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহত তৃণমূল কর্মীকে পরিবার সদস্যরা উদ্ধার করে কুলতলির জামতলা গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে।

তৃণমূল প্রার্থী আক্রান্ত হয়েছে বীরভূমের ময়ূরেশ্বরেও। তৃণমূল প্রার্থীকে লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছে এলাকার সিপিএম প্রার্থী ও তাঁর ভাইদের বিরুদ্ধে। ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার হাজিপুর গ্রামে। ময়ুরেশ্বর ১ নম্বর ব্লকের ডাবুক গ্রাম পঞ্চায়েতের ১৫ নম্বর সংসদ হাজিপুর গ্রামের তৃণমূল প্রার্থী আপেল হকের অভিযোগ, গতকাল রাতে তিনি হাজিপুর গ্রামের চারমাথা মোড়ে গিয়েছিলেন। সেই সময় একই সংসদের সিপিএমের প্রার্থী সাজিরুল সেখের ভাই ও তাদের লোকজন নিয়ে এসে তাঁকে লক্ষ্য করে একটি বোমা ছোঁড়ে। তিনি সেখান থেকে ছুটে বাড়ি ঢুকলে ফের সেখানেও আরও দুটি বোমা ছোঁড়ে বলে অভিযোগ। তৃণমুল প্রার্থীর অভিযোগ, তাঁকে প্রাণে মেরে ফেলার উদ্দেশ্যেই বোমা মারে সিপিএম প্রার্থীর ভাই ও তার দলের লোকজনেরা।

[আরও পড়ুন: ভোটের ৪৮ ঘণ্টা আগে বীরভূমে খুন বিজেপি কর্মী, জলপাইগুড়িতে চলল গুলি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement