শ্রীকান্ত পাত্র, ঘাটাল: পঞ্চায়েত নির্বাচনী আবহে ফের রাজ্যে আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ। আর তার জেরে ভাঙড়ের পর উত্তপ্ত পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণা। দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন জখম হয়েছেন। তাঁদের মধ্যে পাঁচজন আইএসএফ নেতা-কর্মীদের অবস্থা বেশ আশঙ্কাজনক।
আইএসএফের দাবি, পুলিশের অনুমতি নিয়ে চন্দ্রকোণার ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর গ্রামে মিছিল করে। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা লাঠিসোঁটা নিয়ে আইএসএফের উপর হামলা চালায়। পালটা প্রতিরোধ গড়ে তোলে তারা। তাতেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। শেখ আবদুল ও নাজিবুল মণ্ডল-সহ দুই আইএসএফ প্রার্থী গুরুতর জখম হন। শেখ আবদুলের হাত ভেঙে গিয়েছে। নাজিবুল মণ্ডলের হাত ও পা ভেঙে গিয়েছে। এছাড়া ১৫ জন অল্পবিস্তর জখম হন। আইএসএফের কনভেনার রাজিবুল রহমান মণ্ডল বলেন, “পুলিশের অনুমতি নিয়ে প্রচার চলছিল। গড়বেতা থেকে আসা তৃণমূলের লোকজন আমাদের উপর হামলা চালায়। তারপরই শুরু হয় সংঘর্ষ।”
যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা রাকেশ সরকার। তিনি বলেন, “আমরা প্রচারে বেরিয়েছিলাম। আইএসএফ ও সিপিএম হামলা চালায়। আমাদের লোকজন প্রতিরোধ গড়ে তোলে।” এই ঘটনার পর এলাকায় মোতায়েন চন্দ্রকোণা থানার বিশাল পুলিশবাহিনী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.