অমিতলাল সিং দেও, মানবাজার: সবংয়ের পর পুরুলিয়া। পঞ্চায়েত নির্বাচনের (WB Panchayat Vote 2023) আগে ফের রাজ্যে বিজেপি কর্মীর রহস্যমৃত্যু। নির্বাচনী প্রচারে বেরিয়ে একদিন নিখোঁজ থাকার পর বিজেপি কর্মীর থেঁতলানো দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।
পুলিশ জানিয়েছে, মৃতের নাম বঙ্কিম হাঁসদা (৪৮) । তিনি পুরুলিয়ার বোরো থানার কেন্দডি গ্রামের বাসিন্দা। বিজেপির ১০২ নম্বর বুথের সাধারণ সম্পাদক বলে বিজেপি নেতৃত্বের দাবি। রবিবার সকালে নির্বাচনী প্রচারে বেরিয়ে ওই বিজেপি কর্মী নিখোঁজ হয়ে যান। সোমবার সাতসকালে কেন্দডি থেকে ঝরিয়াডি গ্রামের একটি জোড় যাওয়ার কাঁচা রাস্তার উপর ওই বিজেপির কর্মীর থেঁতলানো দেহ দেখতে পান স্থানীয়রা।
এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় বান্দোয়ান বিধানসভার মানবাজার ২ ব্লকের বোরো-জারাগোড়া অঞ্চলের কেন্দডি গ্রামে।বিজেপির বান্দোয়ান তিন মণ্ডল সভাপতি কৃত্তিবাস মাহাতো বলেন, “বঙ্কিম আমাদের একনিষ্ঠ কর্মী ছিলেন। ষড়যন্ত্র করে তাঁকে খুন করা হয়েছে। পুলিশ কুকুর এনে সঠিক তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করতে হবে।”
ঘটনাস্থলে স্নিফার ডগ না আসলে দেহ তুলতে দেওয়া হবে না বলে সাফ জানান ওই বিজেপি নেতা। কৃত্তিবাস বাবু আরও জানান, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময় তৃণমূলের প্রচার গাড়িতে হামলার অভিযোগে তিনজনকে মিথ্যে মামলায় পুলিশ ফাঁসিয়ে ছিল। সেই তিনঅভিযুক্তদের মধ্যে বঙ্কিম হাঁসদার নামও ছিল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.