Advertisement
Advertisement

Breaking News

Panchayat Vote 2023

Panchayat Vote 2023: সবুজ ঝড়েও ‘নো এফেক্ট’, পুরুলিয়ার পঞ্চায়েতে টানা ১০ বার উড়ল লাল ঝান্ডা

একদা লাল দুর্গ বলে পরিচিত ছিল পুরুলিয়ার এই পুঞ্চা ব্লক।

Panchayat Vote 2023: CPM won 10 times in Purulia Panchayat | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:July 17, 2023 6:08 pm
  • Updated:July 17, 2023 6:08 pm  

অমিতলাল সিংদেও, মানবাজার: সবুজ ঝড়েও ‘নো এফেক্ট’। পাঁচবার, আটবার নয়। একটানা ১০ বার গ্রাম পঞ্চায়েত (Panchayat Vote 2023) দখল করে হাফ সেঞ্চুরির পথে সিপিএম। পুরুলিয়ার পুঞ্চা ব্লকের জামবাদ গ্রাম পঞ্চায়েতে নজির তৈরি করল রাজ্যে ফিকে হয়ে যাওয়া লাল পার্টি।

এবার নির্বাচনের ফলাফল অনুযায়ী ৯টি আসনের মধ্যে ৩টি সংসদে জয়ী হয়েছে তৃণমূল (TMC)। ৬টি সংসদে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় গ্রাম পঞ্চায়েত দখল করছে সিপিআইএম। ১৯৭৮ সাল থেকে পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হওয়ার পর এক টানা ৪৫ বছর গ্রাম পঞ্চায়েত নিজেদের দখলে রাখেন। এবারও ওই পঞ্চায়েতের দখল নিয়ে আরও ৫ বছর বোর্ড গড়ে হাফ সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছেন জামবাদের জয়ী কমরেডরা। ২০১৮ সালেই সিপিএম-র রাজ্য সদরদপ্তরে এই গ্রাম পঞ্চায়েতের জয়ী সদস্যদের সংবর্ধনা দিয়েছিল দল। সিপিআইএমের পুঞ্চা পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক তথা প্রাক্তন প্রধান অম্বরিশ মাহাতো বলেন,”পঞ্চায়েতের কাজ বাদ দিয়েও সংসদ ভিত্তিক আমাদের দলীয় নেতৃত্ব এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকেন। তারই সুফল মিলল।”

Advertisement

[আরও পড়ুন: পিছনের দরজা দিয়ে ক্ষমতায় নয়! রাজ্যে রাষ্ট্রপতি শাসন নিয়ে এবার পিছু হঠলেন শুভেন্দু]

 

ওই পঞ্চায়েতের লাল বোর্ডের তালিকা অনুযায়ী ১৯৭৮ থেকে একটানা সিপিআইএমের দখলে থেকেছে এই পঞ্চায়েত। ২০১৩ সালে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও নির্বাচন না হওয়ায় ৩৪ দিন এই পঞ্চায়েতে প্রশাসক হিসেবে দায়িত্বে ছিলেন তৎকালীন পুঞ্চা বিডিও। দলীয় সূত্রে খবর, বিভিন্ন সময়ে এই গ্রাম পঞ্চায়েতের আসন সংখ্যা কখনও বেড়েছে। আবার কখনও কমেছে। কিন্তু ক্ষমতা ধরে রেখেছে সিপিআইএম।

 

২০১১ সালে রাজ্যে পালাবদলের পরেও ২০১৩ সালে তৃণমূল ২টি, সিপিআইএম ৮ টি সংসদে জয়ী হয়ে এই গ্রাম পঞ্চায়েত দখল করেন কমরেডরা। ২০১৮ সালে ৮টি সংসদেই জয়লাভ করে সিপিআইএম। তবে এবারে এই পঞ্চায়েতে আসন সংখ্যা বেড়ে ৯টি হয়। পুঞ্চা ব্লক তৃণমূল সভাপতি অশোক মাহাতো বলেন, “৯টির মধ্যে ৩টি আসনে তৃণমূল জয় লাভ করেছে। সচেতনতার অভাবে একাধিক সংসদে পরাজয়ের সংখ্যার চেয়ে বেশি ভোট বাতিল হয়েছে। আমাদের দৃঢ় বিশ্বাস ২০২৮-র পঞ্চায়েত নির্বাচনে জামবাদ অঞ্চল তৃণমূল দখল করবে।”

একদা লাল দুর্গ বলে পরিচিত ছিল পুরুলিয়ার এই পুঞ্চা ব্লক। এই ব্লকের বাসিন্দা প্রয়াত নকুল মাহাতো দলের জন্মলগ্ন থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ৩৪ বছর জেলা সিপিআইএমর সম্পাদক পদ সামলেছিলেন। সিপিআইএম নেতৃত্বের দাবি, এই জামবাদে গ্রামসভার প্রার্থী নির্বাচনে প্রবীণ ও নবীনদের সমান গুরুত্ব দিয়ে প্রার্থী পদ বাছাই করা হয়। তারই সুফল এই একটানা জয়।

[আরও পড়ুন: ‘দারুণ ভোট করিয়েছেন’, জয়েন্ট বিডিওকে কালো গোলাপ, মিষ্টির বাক্স উপহার শুভেন্দুর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement