শংকরকুমার রায়, রায়গঞ্জ: মনোনয়ন জমার শেষ দিনে উত্তপ্ত উত্তর দিনাজপুরের চোপড়ার কাঁঠালবাড়ি। বাম ও কংগ্রেসের জোট প্রার্থীদের লক্ষ্য করে গুলি চলার অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল। আহত হয়েছেন তিনজন। এই ঘটনায় শুরু তীব্র রাজনৈতিক চাপানউতোর।
লালবাজার পুলিশ ফাঁড়ি থেকে বিডিও কার্যালয়ের দূরত্ব ১৮ কিমি। ওই রাস্তা দিয়ে হেঁটে মনোনয়নপত্র (Panchayat Polls 2023) জমা দিতে যাচ্ছিলেন বাম-কংগ্রেসের জোট প্রার্থীরা। কাঁঠালবাড়ি এলাকায় আচমকাই তাঁদের লক্ষ্য করে গুলি চলে। তাতেই জখম হন তিনজন। রাস্তায় লুটিয়ে পড়েন তাঁরা। জখমদের মধ্যে একজনকে ইসলামপুর মহকুমা হাসপাতাল এবং বাকি দু’জনকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। এলাকায় মোতায়েন বিশাল পুলিশবাহিনী।
এই ঘটনায় শুরু তীব্র রাজনৈতিক চাপানউতোর। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “এটাই বাংলার আসল চেহারা। কমিশন দেখেও কিছু করছে না।” প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীও ঘটনার তীব্র নিন্দা করেছেন। বলেন, “অশান্তির শুরু হয়েছিল আগেই। চোপড়ায় এর আগেও কংগ্রেস নেতাদের অপহরণ করা হয়। একটি স্কুলে আটকে রাখা হয়। তৃণমূলই অশান্তিতে নেতৃত্ব দিচ্ছে। আমি চিঠি লিখে আগেই অশান্তির আশঙ্কার কথা জানিয়েছি। পুলিশ বিড়ালকে যদি মাছ পাহারা দিতে দেয়, তাতে যা হওয়ার তাই হচ্ছে।” তৃণমূল বিধায়ক হামিদুর রহমান, বিরোধীদের অভিযোগ নস্যাৎ করেছেন।
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.