Advertisement
Advertisement

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় বলি আরও ১, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৪

পুনর্নির্বাচনেও বিক্ষিপ্ত অশান্তির খবর মিলেছে।

Panchayat poll violence toll in West Bengal rises to 24
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:May 16, 2018 2:04 pm
  • Updated:May 16, 2018 2:04 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট মিটলেও থামেনি নির্বাচন পরবর্তী হিংসা৷ বৃহস্পতিবার নতুন করে নির্বাচন পরবর্তী হিংসার শিকার হয়ে মৃত্যু হল নির্দল কর্মীর৷ উত্তর দিনাজপুরের গোয়ালপোখরের ধরমপুর এক নম্বর গ্রামপঞ্চায়েত রাজনৈতিক কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় এদিন সকাল থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে৷ পুলিশ জানিয়েছে, মৃতের নাম মহম্মদ তাসিরুদ্দিন৷ বৃহস্পতিবার সকালের এই ঘটনায়  ১ মহিলা-সহ জখম চার। আহতরা ইসলামপুর হাসপাতালে ভরতি।

[ছাপ্পার অভিযোগ, তৃণমূলের শিক্ষক নেতার গ্রেপ্তারির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ]

অভিযোগ, ফরোয়ার্ড ব্লকের সমর্থকরা এদিন নির্দল কর্মী-সমর্থকদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে৷ মাথায় গুলি লেগে ঘটনাস্থলেই মহম্মদ তাসিরুদ্দিন নামের এক নির্দল কর্মীর মৃত্যু হয়৷ জখম হন বেশ কয়েকজন৷ এদিনের এই গুলি চালানোর ঘটনায় বেশ কয়েকজন জখম হন৷ এলাকায় গোলাগুলির খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ৷ বিশাল পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে৷

Advertisement

সোমবার পঞ্চায়েত ভোটকে  ঘিরে রাজ্যজুড়ে তুমুল অশান্তি হয়। ভোট ও ভোট পরবর্তী হিংসায় প্রাণ গিয়েছে ২৩ জনের। মঙ্গলবার রাজ্যের ১৯টি জেলার ৫৭১টি বুথে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় কমিশন৷ সকাল থেকেই কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ৷ বিক্ষিপ্ত অশান্তিরও খবর মিলেছে৷ ভোট চলাকালীন বুথে বুথে অশান্তির ঘটনায় রাজ্যে ভোট ও ভোট পরবর্তী হিংসায় প্রাণ গেল ২৪ জনের৷

ভোটের পর দিনেও ছড়িয়ে পড়ে সন্ত্রাস। অশান্তির জেরে আহত হয়েছেন চার জন৷ যাদের মধ্যে বেশির ভাগই তৃণমূলের কর্মী-সমর্থক। বাসন্তী ব্লকের  ফুলমালঞ্চ এলাকায় বোমা-গুলির আঘাতে আহত হয়েছেন ৩ জন। অন্যদিকে মন্দিরবাজার এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন আরও ১ জন৷

[পঞ্চায়েত পুনর্নির্বাচন LIVE UPDATE: রায়গঞ্জে নিরাপত্তায় গাফিলতির অভিযোগে এসডিওকে মারধর]

সোমবার পঞ্চায়েত ভোট মেটার পর দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার লেবুখালি গ্রামে নির্দল ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাঁধে। দুই গোষ্ঠীর মধ্যে রাতভর চলে বোমাবাজি, ভাঙচুর ও লুঠপাট। একপক্ষ বেধড়ক মারধর করে অন্যপক্ষকে। বোমার আঘাতে আহত হয়েছেন মোসালেম গাজি নামে এক গ্রামবাসী। মোসালেমের বাঁহাতে বোমার আঘাত লাগে। বাঁহাতের দু’টি আঙুল উড়ে গিয়েছে তাঁর৷ অন্যদিকে সরিফুল গাজির পেটে গুলি লাগে৷ শরীরের মধ্যে গুলি আটকে থাকায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয় চিকিৎসার জন্য। আরাফত মোল্লার বাঁহাতের তালুতে গুলি লাগে। গুলি এফোঁড়-ওফোঁড় হয়ে হাতের বাইরে বেরিয়ে যায়। সকলের বয়স ৩০ থেকে ৪০ মধ্যে। আহত সরিফুল বর্তমানে চিত্তরঞ্জন হাসপাতালে চিকিৎসাধীন।  ঘটনার পর এলাকায় বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকায় টহল দিচ্ছে পুলিশ। শুরু হয়েছে তল্লাশি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement