Advertisement
Advertisement

Breaking News

TMC alleges poll conduct violation

Panchayat Poll: এলাকায় ত্রিপল বিলি, BJP প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ TMC’র

তদন্তে ব্লক প্রশাসন।

Panchayat Poll: TMC alleges poll conduct violation by Durgapur BJP candidate । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 29, 2023 9:03 pm
  • Updated:June 29, 2023 9:03 pm  

সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: বিজেপির জেলা পরিষদ প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তৃণমূলের। বিধিভঙ্গ নয়, মানবিকতার কারণেই সাহায্য বলে সাফাই বিজেপির। তদন্তে ব্লক প্রশাসন।

ঘটনাটি ঠিক কী? দুর্গাপুর-ফরিদপুর ব্লকের জেলা পরিষদের ৬ নম্বর আসনের বিজেপি প্রার্থী হৈমন্তী বন্দ্যোপাধ্যায় পাঁজার বিরুদ্ধে অভিযোগ যে তিনি নির্বাচনী বিধি ভেঙে ত্রিপল বিলি করেছেন ভোটারদের মধ্যে। বুধ ও বৃহস্পতিবার গৌরবাজার অঞ্চলের মাধাইগঞ্জ মোড়ের আদিবাসী পাড়ায় গিয়ে তিনটি বাড়িতে ত্রিপল বিলি করেন।

Advertisement

[আরও পড়ুন: হিন্দু পরিচয়ে বিয়ে, স্ত্রীকে ধর্ষণে মদত, আদ্রার TMC নেতা খুনের মূলচক্রীর কীর্তিতে হতবাক পুলিশ]

এই বিষয়ে বিজেপির পাণ্ডবেশ্বর বিধানসভার আহ্বায়ক তথা জেলা পরিষদের অভিযুক্ত বিজেপি প্রার্থীর স্বামী রূপক পাঁজা জানান, “প্রচার চলাকালীন ওই তিনটি বাড়ির প্রাকৃতিক দুর্যোগের কারণে করুণ অবস্থা। তা আমাদের নজরে আসে। অন্তঃসত্ত্বা বৃষ্টিতে বসে আছেন। এটা দেখে মানবিকতার কারণেই তাঁদের হাতে কম্বল তুলে দিয়েছি। পরিকল্পনা করে বিতরণ করতে আসেনি। যারা এই অভিযোগ তুলছেন তাঁরা চারতলা বাড়িতে থেকে ওই মানুষগুলোর দুর্দশা বুঝবেন না।”

পালটা জবাব তৃণমূলের ব্লক সভাপতি সুজিত মুখোপাধ্যায়ের। তিনি জানান, “আর্থিক দিক থেকে সবথেকে বিত্তশালী দল বিজেপি। তাঁদের আঞ্চলিক স্তরের নেতাদের চালচলন দেখলেই তা বোঝা যায়। সারাবছর দেখা যায় না এখন ভোটের আগে দরদ উথলে উঠছে।” দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বিডিও দেবজিত দত্ত জানান, “তৃণমূলের তরফে বিধিভঙ্গের একটা অভিযোগ পেয়েছি। তদন্ত শুরু হয়েছে।”

[আরও পড়ুন: নির্বাচনী বিধি লঙ্ঘন করে প্রার্থী সিভিক ভলান্টিয়ার! রিপোর্ট তলব বিচারপতি সিনহার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement