Advertisement
Advertisement
Police recovered bomb from Dubrajpur

Panchayat Poll: গেরস্থ বাড়িতে খড়ের আঁটির নিচে রাখা ড্রামে বোমা! ভোটের আগে দুবরাজপুরে বাড়ল আতঙ্ক

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই এলাকায় হানা দেয়।

Panchayat Poll: Police recovered bomb from Dubrajpur । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 3, 2023 11:28 am
  • Updated:July 3, 2023 11:28 am

নন্দন দত্ত, সিউড়ি: অনুব্রতহীন দুবরাজপুরে সোমবার ভারচুয়ালি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চে উপস্থিত থাকার কথা ফিরহাদ হাকিমের। তার ঠিক আগে পছিয়ারা গ্রামের এক বাসিন্দার বাড়ি থেকে উদ্ধার ড্রাম ভরতি বোমা। কেন ওই ব্যক্তি বাড়িতে বোমা মজুত করলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।

দুবরাজপুরের পছিয়ারার তেঁতুলপাড়া গ্রামের বাসিন্দা শেখ জানে আলম। গোপন সূত্রে পুলিশ খবর পায় শেখ জানে আলম তার বাড়িতে বোমা মজুত করে রেখেছে। খবরের ভিত্তিতে সোমবার সকালে পুলিশ তার বাড়িতে হানা দেয়। শুরু হয় তল্লাশি। একটি জায়গায় খড় জমা করে রাখা ছিল। তা দেখেই সন্দেহ হয় পুলিশের। ওই জায়গায় তল্লাশি চালিয়ে এক প্লাস্টিকের ড্রাম পাওয়া যায়। 

Advertisement

[আরও পড়ুন: মোদির নিরাপত্তায় গলদ! প্রধানমন্ত্রীর বাসভবনের উপর চক্কর কাটল ড্রোন]

ড্রামটি খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের। ড্রামের ভিতর থেকে ২০টি তাজা বোমা উদ্ধার করা হয়। কী কারণে ওই ব্যক্তি বোমা মজুত করছিলেন, তা এখনও স্পষ্ট নয়। এখনও পলাতক শেখ জানে আলম। এছাড়া আদমপুর প্রাথমিক স্কুলের ছাদ থেকেও উদ্ধার হয়েছে বোমা।

সম্প্রতি তেঁতুলপাড়া ও পর্দাপাড়ায় স্থানীয় ক্লাবকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে। দুই গ্রামের লোকজন বোমাবাজি করে বলেই অভিযোগ। তার আগে ২০১৪ সালে পছিয়ারার গোপালপুর মোড়ে স্থানীয় বিবাদ মেটাতে গিয়ে গ্রামবাসীদের ছোঁড়া বোমায় দুবরাজপুরের তৎকালীন এসআইয়ের মৃত্যু হয়। পঞ্চায়েত ভোটের আগে ফের বোমা মজুত করার ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে।

[আরও পড়ুন: অভিষেকের সভাস্থলের কাছেই মিলল তলোয়ার-ছুরি, গেরুয়া গামছা, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement