Advertisement
Advertisement
Panchayat Poll

Panchayat Poll: ‘এত শান্তিপূর্ণ মনোনয়ন আগে কখনও হয়নি’, ভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সরব মমতা

মনোনয়ন জমা নিয়ে বারবার অশান্তি অভিযোগ করেছে বিরোধীরা।

Panchayat Poll: Most peaceful nomination ever, says Mamata Banerjee on deploying central force । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:June 16, 2023 3:59 pm
  • Updated:June 16, 2023 5:23 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পঞ্চায়েত ভোটে (Panchayat Poll) সারা রাজ্যে নিরাপত্তায় পুলিশের পরিবর্তে কেন্দ্রীয় বাহিনীর উপরেই আস্থা রেখেছে কলকাতা হাই কোর্ট। কাকদ্বীপে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠানমঞ্চ থেকে এই ইস্যুতে সুর চড়ালেন মমতা। মনোনয়ন এত শান্তিপূর্ণভাবে আগে কখনও হয়নি বলেই দাবি তাঁর।

কাকদ্বীপের মঞ্চ থেকে শীতলকুচির গুলি কাণ্ডের প্রসঙ্গ তুলে সিপিএম-সহ বিরোধীদের খোঁচা দেন মমতা (Mamata Banerjee)। বলেন, “সিপিএমের জমানায় ২০০৩ সালে ভোট হয়েছিল। কত লোক খুন হয়েছিল? ৩৬ জন খুন হয়েছিল। বিধানসভা ভোটে গুলি চালিয়ে শীতলকুচিতে বিরোধীদের খুন করা হয়েছে। গতকালও আমি মেসেজ পেয়েছি উত্তরবঙ্গে আমাদের ছেলেকে বিএসএফ গুলি করে মেরে দিয়েছে। বিএসএফ গুলি চালালে কটা কেন্দ্রীয় বাহিনী আসে? মণিপুরে শান্তি ফেরাতে পারছো না কেন? যত দোষ নন্দী ঘোষ। বাংলার মানুষেরা শান্তিতে আছেন। সিপিএমের আমলে কোন শান্তি ছিল? শ্মশানের শান্তি?”

Advertisement

[আরও পড়ুন: ‘২ বছর বয়স থেকেই রাজনীতি সচেতন অভিষেক’, কাকদ্বীপে ছোটবেলার ছবি উপহার দিয়ে বললেন মমতা]

শেষদিন পর্যন্ত কোন দলের কতজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেন, তার পরিসংখ্যান তুলে ধরেন মমতা। বলেন, “কাল মনোনয়নের শেষদিন ছিল। কোনওদিন শুনেছেন বাংলায় কেন কোনও রাজ্যে যেখানে রাজনৈতিক পঞ্চায়েত রয়েছে সেখানে এত মনোনয়ন হয়েছে? ২ লক্ষ ৩১ হাজার মনোনয়ন জমা হয়েছে। তৃণমূল ৮২ হাজার আর বিরোধী দলগুলি মিলে দেড় লক্ষ মনোনয়ন দিয়েছে। তারপরেও বলছ? রাজ্যে ৬১ হাজার বুথ। আর ২টো বুথে গণ্ডগোল নিয়ে চিৎকার করছ? বাংলায় কেন্দ্রীয় বাহিনী নামানোর ছুঁতো খুঁজছে দিল্লি।”

ভোটে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে মমতা সরব। তবে আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করে কোনও আইনি লড়াইয়ের পথে হাঁটছে না রাজ্য নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ভাঙড়ে দেখা মিলেছে কেন্দ্রীয় বাহিনীর।  

[আরও পড়ুন: পঞ্চায়েতে ‘গৃহযুদ্ধ’! TMC প্রার্থী শাশুড়ি, বিজেপির প্রতীকে লড়ছেন বউমা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement