Advertisement
Advertisement
Panchayat poll

Panchayat Poll: পঞ্চায়েত ভোটের দিন বৃষ্টি! কেমন থাকবে আবহাওয়া, জানাল হাওয়া অফিস

ভোট দিতে যাওয়ার সময় সঙ্গে রাখবেন ছাতা।

Panchayat Poll: Met department predicts rain on the day of Panchayat Poll | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 7, 2023 10:14 am
  • Updated:July 7, 2023 1:17 pm  

নিরুফা খাতুন: গত কয়েকদিন ধরেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে জেলায় জেলায়। ভোটের(Panchayat Poll) দিনেও মোটের উপর একই থাকবে আবহাওয়া। তবে আগামিকাল থেকে দক্ষিণবঙ্গে সামান্য হলেও কমতে পারে বৃষ্টি, বাড়বে তাপমাত্রা। আগামী ২৪ ঘন্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে। রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

রাত পোহালেই ভোট বাংলায়। ভোটের দিন কেমন থাকবে আবহাওয়া, ভোট কেন্দ্রে যাওয়ায় বাধা হয়ে দাঁড়াবে না তো বৃষ্টি? এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। এসব প্রশ্নের উত্তর দিল হাওয়া অফিস। জানা গিয়েছে, ভোটের দিন ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে হালকা বৃষ্টি হবে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলা এবং দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির পরিমাণও দক্ষিণবঙ্গে অনেকটাই কম থাকবে। যদিও আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাতে পারে। গণনার দিন দক্ষিণবঙ্গে একইরকম আবহাওয়া থাকলেও উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে।

Advertisement

[আরও পড়ুন: Panchayat Election: পঞ্চায়েত ভোটে ‘বাক্স বদল’ রুখবে প্রযুক্তি, ‘ভোট লুট’ থামাতে নতুন উদ্যোগ]

হাওয়া অফিস সূত্রে খবর, শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও উপরের দিকের ৫ জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আলিপুরদুয়ার ও সংলগ্ন জেলাগুলিতে। রবিবার থেকে ফের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। বৃষ্টির পরিমাণ কম থাকবে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।

প্রসঙ্গত, বিহার ও ওড়িশাতে এই সপ্তাহে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। উত্তর পূর্ব ভারতের রাজ্য অসম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুরে, আগামী তিনদিন ভারী বৃষ্টির সতর্কতা। আগামী কয়েক দিন উত্তরাখণ্ড, রাজস্থান, উত্তরপ্রদেশেও প্রবল বৃষ্টির আশঙ্কা। গুজরাট, রাজস্থান, পাঞ্জাব, চণ্ডিগড়, হরিয়ানাতেও ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্রিশগড় ও হিমাচল প্রদেশে। দক্ষিণ ভারতের কেরল, অন্ধ্রপ্রদেশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে কঙ্কন গোয়া ও ঘাট এলাকা এবং মধ্য মহারাষ্ট্রে।

[আরও পড়ুন: ভোটপ্রচারে শেষ মুহূর্তে চমক শাসকদলের, নন্দীগ্রামে পথসভা পর্দার মমতার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement