সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘দিনহাটায় গুলি কাণ্ডে অ্যাকশন নিচ্ছি’, জলপাইগুড়ির সভা থেকে জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উদয়ন গুহর সুরে সুর মিলিয়ে দাবি করলেন, ঘটনার নেপথ্যে বাংলাদেশ থেকে আনা দুষ্কৃতীরা। নিশানা করলেন বিএসএফ-কেও।
মঙ্গলবার দুপুরে জলপাইগুড়ির ক্রান্তিতে সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখান থেকেই দিনহাটা প্রসঙ্গে মুখ খোলেন তিনি। দাবি করেন, বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা এসেই গুলিতে খুন করেছে তাঁদের দলের কর্মীকে। অ্যাকশান নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এরপরই নিশানা করেন বিএসএফ’কে। বলেন, “আমি বিএসএফকে বলব নিরপক্ষেভাবে কাজ করতে। মানুষের পাশে থেকে কাজ করতে।” নিশানা করেন বিজেপিকে। গ্যাসের মূল্যবৃদ্ধি থেকে শুরু করে একাধিক ইস্যুতে কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। এদিন দৃঢ়ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল জিতবেই। পঞ্চায়েত(Panchayat Poll), জেলা পরিষদ সব জায়গাতেই জিতবে শাসকদল। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেউ যদি টাকা চায় কোনও কারণে তাহলে সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবেন।”
প্রসঙ্গত, মঙ্গলবার সকালে দিনহাটার জারিদল্লাহ গীতালদহ ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে অশান্তি শুরু হয়েছিল। মুহূর্তে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। সেই সময় চলে গুলি। জখম হন ৫ জন। তাঁদের মধ্যে বাবু হক নামে একজনের মৃত্যু হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল বিধায়ক তথা মন্ত্রী গোটা ঘটনার দায় চাপিয়েছে বিজেপির উপর। নিশীথ প্রামাণিককে কাঠগড়ায় তুলেছেন তিনি। উদয়ন গুহ বলেন, “কেন্দ্রীয় মন্ত্রী বিদেশ থেকে ফিরেই অশান্তির পরিবেশ তৈরি করেছেন। বাংলাদেশ থেকে দুষ্কৃতী এনে এলাকাকে অশান্ত করার চেষ্টা চালানো হচ্ছে। আমি বলব, পুলিশ কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে তল্লাশি করুক। আমার ধারণা ওখানে বাইরের লোকদের আশ্রয় দেওয়া হচ্ছে।” একই দাবি করলেন মুখ্যমন্ত্রীও।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.