Advertisement
Advertisement

Breaking News

Panchayat Poll:

Panchayat Poll: তৃণমূল টিকিট না দেওয়ায় নির্দল হয়ে ভোটের ময়দানে, প্রতীক ‘আম’ হাতে নিয়ে প্রচারে প্রার্থী

কী বলছেন প্রার্থী?

Panchayat Poll: Independent candidate rejected by TMC, selects mango as polling symbol
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 4, 2023 4:54 pm
  • Updated:July 4, 2023 4:54 pm  

শান্তনু কর, জলপাইগুড়ি: আম চেনেন না এমন মানুষ কমই আছেন। কিন্তু সেই আমই যদি হয় ভোটের প্রতীক। তখন তা আলাদা করে চেনাতে কম কসুর করতে হয় না প্রার্থীকে। তাই রীতিমতো আম হাতে বাড়ি বাড়ি ঘুরছেন জলপাইগুড়ির (Jalpaiguri) অর্পিতা রায় দাস।

জলপাইগুড়ির অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের নির্দল প্রার্থী অর্পিতা রায় দাস। মাস খানেক আগেও তিনি তৃণমূল কর্মী হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। গ্রাম পঞ্চায়েতে আসনের দাবিদারও ছিলেন তিনি। কিন্তু দল প্রার্থী না করায় নির্দলে দাঁড়িয়ে পড়েন। প্রতীক হিসেবে পেয়েছেন আম। অর্পিতা দেবীর দাবি, নির্দলে দাঁড়ালেও বাম কংগ্রেসের সমর্থন পেয়েছেন তিনি। অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের ১৭/২৭ নম্বর বুথে সম্মুখসমরে তৃণমূল এবং বিজেপি।

Advertisement

[আরও পড়ুন: Panchayat Election: সিপিএমের সংগঠন তলানিতেই, পঞ্চায়েত নির্বাচনে বুথে কর্মী না থাকলে স্থানীয় নেতারাই এজেন্ট]

অর্পিতা দেবী প্রতীক হাতে পেয়েই ময়দানে নেমেছেন। সঙ্গে রেখেছেন আম। অর্পিতা রায় দাস বলেন, “আম সকলের পছন্দের। কিন্তু ভোটে সিম্বল চেনানোটা জরুরি। তাই সঙ্গে করে আম নিয়ে ঘুরছি। দু-একটা আম খাওয়ার জন্য দিতেও হচ্ছে।” আম হাতে প্রার্থীকে প্রচার করতে দেখে অবাক হচ্ছেন ভোটাররাও। শেষ পর্যন্ত সুস্বাদু রসাল এই ফল ভোটের বাক্সে কতটা ফলপ্রসূ হবে সেটাই এখন দেখার।

[আরও পড়ুন: ‘চাকরি কীভাবে করে দেখব’, সিভিক ভলান্টিয়রদের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে মন্ত্রীর ভাই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement