Advertisement
Advertisement
Panchayat Poll

Panchayat Poll: পঞ্চায়েতের টিকিট বণ্টন নিয়ে ফের অসন্তোষ তৃণমূলে, বেসুরো আরও এক বিধায়ক

প্রচার থেকে সরে দাঁড়ানোর হুঁশিয়ারি দিলেন গিয়াসউদ্দিন মোল্লা।

Panchayat Poll: Giasuddin Molla opens up against TMC | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 23, 2023 1:56 pm
  • Updated:June 23, 2023 2:35 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মনোরঞ্জন ব্যাপারীর (Manoranjan Byapari) পর এবার বেসুরো আরও এক বিধায়ক। এবার পঞ্চায়েতের প্রচার থেকে নিজেকে সরিয়ে নেওয়ার হুঁশিয়ারি দিলেন বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। জানালেন, যাঁরা প্রার্থী হয়েছেন এবার, তাঁদের সঙ্গে কাজ করা সম্ভব নয়।

পঞ্চায়েত ভোটের (Panchayat Poll) দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর প্রকাশ্যে আসছে। একাধিক জায়গায় তৃণমূলের অন্তর্কলহ সামনে চলে এসেছে। প্রার্থী পছন্দ না হওয়ায় একাধিক দাপুটে নেতা মুখ খুলেছেন দলের বিরুদ্ধে। সেই তালিকায় নতুন সংযোজন মগরাহাটের গিয়াসউদ্দিন মোল্লা। তাঁর কথায়, “আমি ৪৯ হাজার ভোটে জিতেছি। কিন্তু এবার প্রার্থী হয়েছে ৫০-৫০। অর্থাৎ তাঁর প্রার্থী ৫০ শতাংশ। বাকি অন্যদের।” গিয়াসউদ্দিন সাফ জানিয়েছে, এই প্রার্থীদের হয়ে তিনি প্রচার করতে পারবেন না।

Advertisement

[আরও পড়ুন: তৃণমূল নেতা খুনে ফুঁসছে আদ্রা, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, আতঙ্কে কাঁটা স্থানীয়রা]

অভিমানের সুরে গিয়াসউদ্দিন বলেন, “আমার উপর হয়তো দল আর ভরসা করতে পারছে না। আমি তালিকা দিয়েছিলাম। পরে দেখলাম সেখান থেকে ৫০ শতাংশ প্রার্থী। বাকি ৫০ শতাংশের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।” মগরাহাট ১ নম্বরের তৃণমূল সাধারণ সম্পাদক মানবেন্দ্র মণ্ডলকে নিশানা করেছেন তিনি। বিধায়কের দাবি, বাকি ৫০ শতাংশ প্রার্থী তাঁর। যাঁদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই। যদিও বিধায়কের দাবি মানতে নারাজ মানবেন্দ্র। তাঁর কথায়, “দল যাকে ঠিক মনে করেছে তাঁকে প্রার্থী করেছেন। উনি অবসাদে ভুগছেন।”

[আরও পড়ুন: বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে জারি থাকবে অস্বস্তি! কবে সক্রিয় মৌসুমী বায়ু? জানাল হাওয়া অফিস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement