Advertisement
Advertisement
Panchayat Poll

Panchayat Poll: ভোটে কাজ চালাতে হবে ৩৩৭ কোম্পানি দিয়েই, জানাল কেন্দ্র, হাই কোর্টে রাজ্য নির্বাচন কমিশন

বুধবারই কোর্টে যাওয়ার সিদ্ধান্ত।

Panchayat Poll: Election should be conducted with 337 forces, said Delhi | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 28, 2023 10:39 am
  • Updated:June 28, 2023 2:08 pm  

স্টাফ রিপোর্টার: পঞ্চায়েত ভোটে (Panchayat Poll) কেন্দ্রীয় বাহিনী নিয়ে জট কাটল না। রাজ‌্য নির্বাচন কমিশন সূত্রে দাবি, স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়ে দিয়েছে এ মুহূর্তে ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে পাঠানো সম্ভব নয়। কাজ চালাতে হবে ৩৩৭ কোম্পানি বাহিনী দিয়েই। সূত্রের খবর, বুধবার এ বিষয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হতে চলেছে কমিশন।

কমিশনের যুক্তি, যেহেতু আদালতের নির্দেশেই মোট ৮২২ কোম্পানি চাওয়া হয়েছিল, তাই স্বরাষ্ট্রমন্ত্রকের অপারগতার বিষয়টি আদালতেই জানাবেন তাঁরা। পঞ্চায়েত ভোটের জন‌্য কমিশনের আর্জিতে প্রথম দফায় ২২ কোম্পানি বাহিনী এসেছে রাজ্যে। তাঁদের জেলাগুলিতে মোতায়েনও করা হয়েছে। পরে আদালতের নির্দেশে আরও ৮০০ কোম্পানি চাওয়া হলে গত সপ্তাহে ৩১৫ কোম্পানি বাহিনী পাঠানোর কথা জানিয়ে চিঠি দেয় স্বরাষ্ট্রমন্ত্রক। বকেয়া ৪৮৫ বাহিনী নিয়ে বেশ কয়েক দফায় চিঠি চালাচালি হওয়ার পরও সম‌স‌্যা মেটেনি।

Advertisement

[আরও পড়ুন: সেনায় যোগ দিতে চেয়েছিলেন মমতা, ছেলেবেলার ইচ্ছের কথা নিজেই জানালেন মুখ্যমন্ত্রী]

সূত্রের খবর, যে ৩৩৭ কোম্পানি বাহিনী পাওয়া যাচ্ছে, তাঁদের দিয়েই পঞ্চায়েত ভোট করাতে মনস্থির করেছে কমিশন। আদালতকেও বিষয়টি জানিয়ে রাখা হচ্ছে। কমিশন সূত্রে খবর, বুধবারের মধ্যে দ্বিতীয় দফার ৩১৫ কোম্পানি বাহিনী বিভিন্ন জেলায় পৌঁছে যাবে। তাঁদের নির্দিষ্ট এলাকায় মোতায়েনের প্রস্তুতিও সেরে ফেলা হয়েছে।

এদিন কমিশন জানিয়েছে, পঞ্চায়েত ভোটে বিশেষ পর্যবেক্ষকদের নাম ও ফোন নম্বর ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। প্রয়োজনে তাঁদের ফোন করে অভিযোগ জানানো যাবে। এদিন রাজ‌্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার সঙ্গে দেখা করে পূ্র্ব মেদিনীপুরের এসপি ও সাঁকরাইলের ওসির অপসারণের দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে কমিশনে স্মারকলিপি জমা দেয় শমীক লাহিড়ির নেতৃত্বে বাম প্রতিনিধিদল।

[আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের প্রচারে ফের ঝরল রক্ত, গোসাবায় গুলিবিদ্ধ ১, উদ্ধার বোমা-আগ্নেয়াস্ত্র]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement