Advertisement
Advertisement
DSP Traffic injured in Maldah

Panchayat Poll: ভোটের ডিউটি সেরে ফেরার পথে গাড়িতে পাথর ‘হামলা’, রক্ত ঝরল ডিএসপি ট্রাফিকের

পাথরের ঘায়ে মাথা ফেটে গিয়েছে তাঁর।

Panchayat Poll: DSP Traffic allegedly injured in Maldah after Panchayat Poll । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 9, 2023 12:26 pm
  • Updated:July 9, 2023 12:27 pm  

বাবুল হক, মালদহ: ভোটের (Panchayat Election 2023) ডিউটি সেরে ফেরার পথে আক্রান্ত পুলিশ আধিকারিক। জখম মালদহের ডিএসপি ট্রাফিক বিপুল বন্দ্যোপাধ্যায়। পাথরের ঘায়ে মাথা ফেটে গিয়েছে তাঁর। কে বা কারা হামলা চালাল তা এখনও স্পষ্ট নয়।

শনিবার দিনভর ভোটের ডিউটিতে ব্যস্ত ছিলেন ডিএসপি ট্রাফিক বিপুল বন্দ্যোপাধ্যায়। মালদহের হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লকের ইসলামপুরেই ছিলেন তিনি। রাতে বাড়ি ফিরছিলেন। অভিযোগ, বস্তা এলাকায় তাঁর গাড়িতে হামলা চালানো হয়। তাঁর গাড়ি লক্ষ্য করে পাথর ছোঁড়া হয় বলেই অভিযোগ। এছাড়া জেলাপরিষদের বিদায়ী সভাধিপতি এটিএম রফিকুল ইসলামেরও গাড়ি ভাঙচুর করা হয়। গাড়ি ভেঙেছে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনেরও।

Advertisement

DSP

[আরও পড়ুন: ‘বাহিনী ব্যবহার হয়নি বলেই এত খুন’, দিলীপের নিশানায় কমিশন, পালটা দিলেন কুণাল]

পাথরের ঘায়ে গুরুতর জখম হন ডিএসপি ট্রাফিক। মাথা ফেটে যায় তাঁর। রক্তাক্ত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা করা হয়। কে বা কারা হামলা চালাল, তা স্পষ্ট নয়। কেনই বা ডিএসপি ট্রাফিক হামলাকারীদের টার্গেট হলেন, তা-ও বোঝা যাচ্ছে না। পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখছে।

[আরও পড়ুন: ‘এত খুন করে মহান হবেন?’, নওদায় মৃত কংগ্রেস নেতার বাড়ি থেকে মুখ্যমন্ত্রীকে তোপ অধীরের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement