অর্ণব দাস, বারাসত: এবার ভোটে হিংসা নিয়ে মুখ খুললেন চিরঞ্জিত চক্রবর্তী (Chiranjit Chakraborty)। বললেন, “এটা শুধু আমার একার নয়, সব বাঙালির লজ্জা।” যদিও ঘটনার জন্য নিজের দলকে দায়ী করতে রাজি নন তিনি।
পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে গত প্রায় একমাস ধরে উত্তাল রাজ্য-রাজনীতি। জেলায় জেলায় রাজনৈতিক দলগুলির মধ্যে অশান্তি চলছে। মৃত্যুর ঘটনা ঘটেছে প্রচুর। ভোট ও উপনির্বাচনের দিনেও একাধিক প্রাণ গিয়েছে। কার্যত অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছে বাংলার। সোমবার বিকেলে তারকা বিধায়ক চিরঞ্জিত বারাসতে এক ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে পঞ্চায়েত নির্বাচনে শাসকবিরোধী দুই দলের একাধিক কর্মী সমর্থকের মৃত্যুর প্রসঙ্গে বলেন, “বাঙালি হিসেবে কে লজ্জিত নন। সকলেই লজ্জিত। আমি নিজেও লজ্জিত। এরকম তো হওয়ার কথা নয়, উচিতও নয়! মৃত্যু কেন হবে। এটা যেমন বাস্তব। কিন্তু এরসঙ্গে আমাদের পার্টির কি সম্পর্ক রয়েছে? এটা হয়েছে সকলের মিলিত যোগে। আমাকেও বিদেশে যেতে হয়। সেখানে সবাই যখন একথা বলবে, তখন আমারও শুনতে ভাল লাগবে না।”
বিধায়কের সংযোজন,”ভোটে হিংসা, মৃত্যু বঙ্গ রাজনীতিতে ট্র্যাডিশন হয়ে গিয়েছে। এটা অনেক বছর ধরে হয়ে আসছে। নতুন কিছু নয়।” বিরোধীরা বারবার দাবি করছে, ছাপ্পা ভোটে জিতবে শাসকদল। কিন্তু এদিন বামেদের প্রসঙ্গ টেনে চিরঞ্জিত বোঝানোর চেষ্টা করছেন যে বাস্তবে ছাপ্পা ভোটে সরকার গড়া সম্ভব নয়। বামেরা যেভাবে হেরেছে তাতেই প্রমাণ যে, মানুষ যদি পরিবর্তন চায়, তবে তা হবেই, এমনটাই দাবি করেছেন চিরঞ্জিত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.