রঞ্জন মহাপাত্র, কাঁথি: পঞ্চায়েত ভোটের (Panchayat Poll) মরশুমে অশান্তির সাক্ষী হয়েছে বাংলা। রক্তস্নান দেখেছে। রাজনৈতিক প্রতিহিংসার প্রভাব পড়েছে পরিবারেও। বাদ পড়েনি রাজনৈতিক নেতা-কর্মী-সমর্থকদের মালিকাধীন গবাদি পশুও। জমির ফসল, পুকুরের মাছ নষ্টও ভোটের বাজারে নতুন কিছু নয়। সেই ইতিহাসের পুনরাবৃত্তি হল পূর্ব মেদিনীপুরে।
তৃণমূলের (TMC) পোলিং এজেন্টের পুকুরে বিষ ঢালার অভিযোগ উঠেছে বিজেপির (BJP) বিরুদ্ধে। ফলে নষ্ট হয়েছে লক্ষাধিক টাকার মাছ। যদিও গেরুয়া শিবিরের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ১ ব্লকে পদিমা গ্রামের ঘটনা। পদিমার ১০নং বুথের তৃণমূলের পোলিং এজেন্ট ছিলেন উত্তম মাইতি। তাঁর অভিযোগ, “আমি তৃণমূলের পোলিং এজেন্ট হয়েছিলাম। তাই বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা আমার পুকুরে বিষ দিয়েছে। যার ফলে প্রায় লক্ষাধিক টাকার মাছ মরেছে।” তিনি পটাশপুর থানাতে অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন। স্বাভাবিকভাবেই এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও বিজেপি জানায় এই ঘটনার সঙ্গে বিজেপি যুক্ত নয়। পুরোটাই চক্রান্ত।
চলতি পঞ্চায়েত ভোটে একাধিক এলাকায় সাদা থান রেখে বিরোধীদের ভয় দেখানোর অভিযোগ এসেছে। বাম জমানার এই কৌশলে শাসকদল তৃণমূল বিরোধীদের ঠান্ডা হুমকি দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ। ভোট মিটতেই ফের অন্য ধরনের রাজনৈতিক প্রতিহিংসার সাক্ষী থাকল পূর্ব মেদিনীপুর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.