অংশুপ্রতিম পাল, খড়গপুর: যা ছিল এতদিন ভিক্ষাতুল্য, এখন তা একেবারে ভগবানের প্রসাদ! সরকারি প্রকল্প ‘লক্ষ্ণীর ভাণ্ডার’ (Laxmi Bhandar) নিয়ে বিরোধী বিজেপির ভিন্ন সময়ে ভিন্ন মতামতকে এভাবেই কটাক্ষ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। পঞ্চায়েত ভোটের প্রচারে মঙ্গলবার অভিষেক গিয়েছিলেন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে। সেখান থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে কড়া ভাষায় আক্রমণ শানিয়ে বিজেপি বিরোধিতার সুর চড়ালেন। এর আগে পুরুলিয়ার (Purulia) বাঘমুন্ডি থেকেও এই প্রকল্প নিয়ে বিজেপি শাসিত রাজ্যগুলিকে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন। তবে আজ তাঁর কটাক্ষের ভাষা পৃথক।
নারায়ণগড়ের (Narayangarh) সভায় এদিন অভিষেক সরাসরি বিজেপিকে নিশানা করেন। বলেন, ”যে লক্ষ্মীর ভাণ্ডার চালু হওয়ার পর বিজেপি বলেছিল, মাসে ৫০০ টাকা ভিক্ষা দেওয়ার মতো, সেই নেতারাই এখন বলছেন, তাঁরা ক্ষমতায় এলে ৫০০র বদলে দু’হাজার টাকা করে দেবেন। সেই ভিক্ষাতুল্য প্রকল্প এখন ভগবানের প্রসাদের মতো। তাই তা নিয়ে এসব প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। তাহলেই বুঝে দেখুন কেমন প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন।”
বিজেপি রাজ্য সভাপতি থেকে বিরোধী দলনেতা সকলেই পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) প্রচারে হাতিয়ার করেছেন ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পকে। সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের প্রতিশ্রুতি, বিজেপি ক্ষমতায় এলে ৫০০ টাকার বদলে ২ হাজার টাকা করে দেওয়া হবে। আর তা নিয়েই অভিষেক পুরুলিয়ার সভা থেকে চ্যালেঞ্জের সুরে বলেছিলেন, ”মোট ১২ টি রাজ্যে এখন বিজেপি ক্ষমতায়। ২ হাজার টাকা নয়, একটি রাজ্যে ৫০০ টাকা করে দিয়ে দেখান কোনও মুখ্যমন্ত্রী। আমি রাজনীতি ছেড়ে দেব।” আর মঙ্গলবার নারায়ণগড় থেকে অভিষেকের কটাক্ষ, ”ভিক্ষাতুল্য প্রকল্প এখন বিজেপির কাছে ভগবানের প্রসাদতুল্য।” এরপর তমলুকে একটি রোড শো করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.