Advertisement
Advertisement
Panchayat Poll

Panchayat Poll: মানুষের কাজ করতে চান! মনোনয়ন প্রত্যাহার করে তৃণমূলে যোগ কংগ্রেস প্রার্থীর

কী বলছে জেলা কংগ্রেস নেতৃত্ব?

Panchayat Poll: A Congress candidate joins TMC ahead of elction | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:June 22, 2023 5:35 pm
  • Updated:June 22, 2023 5:35 pm  

রমণী বিশ্বাস, তেহট্ট: জাতীয় কংগ্রেসের টিকিট পেয়েও মনোনয়ন প্রত্যাহার করে তৃণমূলে যোগ দিলেন প্রার্থী। সঙ্গে ১৪৫ টি পরিবারকে নিয়ে পলাশিপাড়ার সাহেবনগর পঞ্চায়েতের বড়নলদহ ১০ নং বুথে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কংগ্রেস প্রার্থী আক্তার শেখ। এদিন একই সঙ্গে সিপিআইএম ছেড়ে তৃণমূলে যোগদান করেন আরও বেশ কয়েকটি পরিবার।

জানা গিয়েছে, সাহেবনগর পঞ্চায়েতের (Panchayat Election 2023) ১০ নং বুথে কংগ্রেসের হয়ে মনোনয়নপত্র জমা করেন আক্তার শেখ। কিন্তু পরবর্তীতে তা প্রত্যাহার করে নিয়েছেন তিনি। কারণ হিসেবে জানিয়েছেন, গত বছর ওই বুথে কংগ্রেসের হয়ে জিতিয়েছিলেন তিনি। কিন্তু মানুষের সহযোগিতা বা উন্নয়ন করতে পারেননি। তাই এবছর তিনি নিজে কংগ্রেসের টিকিট পেলেও তৃণমূলে যোগদান করেছেন।

Advertisement

[আরও পড়ুন: ‘রাজ্যের বিড়ম্বনা বাড়ানোর চেষ্টা’, নিবার্চন কমিশনার নিয়োগে জটিলতা নিয়ে রাজ্যপালকে তোপ সৌগতর]

শুধু তিনি নন, সেই সঙ্গে বেশ কিছু পরিবার নিয়ে আরিজুল শেখ সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তিনি ১১ নম্বর বুথের কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। আরিজুলবাবু বলেন, দলের মধ্যে মাতব্বরদের কথাই শেষ কথা, তাদের উপরে কথা বলার সাহস কারও নেই। আমাদের পরিবার সিপিএমের জন্ম লগ্ন থেকেই এই দলটা করে আসছে। সাধারণ মানুষের জন্য কিছুই করতে পারেনি। তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের শরিক হতে এই দলবদল।

এবিষযে তেহট্ট ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস বিশ্বাস জানান, “নিজেদের ভুল বুঝতে পেরে জাতীয় কংগ্রেসের মনোনয়নপত্র প্রত্যাহার করে প্রায় ১৫০টি পরিবারকে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন আক্রার। পাশাপাশি ১১ নম্বর বুথের একজন সিপিএম কর্মী বেশ কিছু পরিবারকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নেন।” তেহট্ট ২ নম্বর ব্লকের সিপিএম এরিয়া কমিটির সম্পাদক সলিল কর বলেন, “আমাদের কাছে এমন কোনও খবর নেই, যার যোগদানের কথা বলছেন তিনি তৃণমূলেরই লোক, তৃণমূলেই ছিলেন। ওই নামে আমাদের কোনও কর্মী ওখানে নেই। পুরোটাই তৃণমূলের সাজানো গল্প।” এদিকে কংগ্রেস নেতা হামিদুল হক বলেন, “আক্তারকে টিকিট দেওয়া হয় নি। নিজের স্বার্থসিদ্ধির জন্য দলত্যাগ করেছে, আর কেউ যায়নি। বাহবা নেওয়ার জন্য সংখ্যাটা ও বাড়িয়ে বলছে।”

[আরও পড়ুন: মল্লিকবাজারের পর জলপাইগুড়ি, হাসপাতালের ১০ তলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু যুবকের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement