Advertisement
Advertisement

Panchayat Poll 2023: প্রচারের শেষলগ্নে নন্দীগ্রামে কুণালের মুখোমুখি শুভেন্দু, উঠল ‘চোর’ স্লোগান

পালটা দিলেন শুভেন্দু।

Panchayat Poll 2023: Kunal Ghosh and Suvendu Adhikari joins last day of Panchayat Election campaign
Published by: Tiyasha Sarkar
  • Posted:July 6, 2023 5:57 pm
  • Updated:July 6, 2023 6:26 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাতে মাত্র একদিন। পরশু অর্থাৎ শনিবার পঞ্চায়েত ভোট। শেষ দিনের প্রচারের শেষ লগ্নে নন্দীগ্রামে মুখোমুখি কুণাল ঘোষ ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দুকে উদ্দেশ্য করে তৃণমূলের সভা থেকে উঠল চোর স্লোগান। সব মিলিয়ে উত্তেজনা ছড়াল এলাকায়।

রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা ভোটের দিনক্ষণ ঘোষণা করতেই প্রচারে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল-সহ সমস্ত রাজনৈতিক দল। একে অপরের ভুল-ত্রুটিগুলো মানুষের সামনে তুলে ধরে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করার চেষ্টা করছে। আজ অর্থাৎ বৃহস্পতিবার প্রচারের শেষ দিন। এদিনও রাজ্যের বিভিন্ন প্রান্তে নিজেদের মতো করে প্রচার সেরেছেন বিভিন্ন দলের নেতা-কর্মীরা। এদিন বিকেলে নন্দীগ্রামে কর্মসূচি ছিল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। চলছিল স্লোগান। কর্মসূচি চলাকালীন হঠাৎই সেখানে চলে আসে শুভেন্দু অধিকারীর কনভয়।

Advertisement

[আরও পড়ুন: Panchayat Election: ভোট প্রচারে গিয়ে ইডির তলব নিয়ে প্রশ্ন, এ কী বললেন সায়নী?]

কনভয় দেখা মাত্রই তৃণমূলের সভা থেকে ওঠে ‘চোর’ স্লোগান। শুভেন্দু অধিকারীকে বেইমান বলেও কটাক্ষ করা হয়। টানা হল তাঁর বাবাকেও। স্লোগান ওঠে, “চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা।” গাড়িতে বসেই মুখ বাড়িয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে প্রতিবাদ জানান শুভেন্দু। তাঁর চোখে মুখে রাগের ছাপ ছিল স্পষ্ট। সব মিলিয়ে শেষ প্রচারে কুণাল-শুভেন্দু একজায়গায় চলে আশায় সাময়িকভাবে সামান্য উত্তেজনা ছড়ায়। যদি কয়েক মিনিটের মধ্যে অর্থাৎ কনভয় চলে যেতেই ফের দলের কর্মসূচি শুরু করে শাসকদল।

 

[আরও পড়ুন: ভোটের আগেই BJP বিধায়কের গুদাম থেকে উদ্ধার দেশি মদ, ভোটারদের প্রভাবিত করার অভিযোগ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement