সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার দিলীপ ঘোষের (Dilip Ghosh) এলাকায় দাঁড়িয়ে তাঁকে নিশানা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন করলেন, ৪ বছরের সাংসদ এলাকায় কী কী করেছেন। বললেন, “এক লাখে জিতিয়েছিলেন, ২ লাখে হারান।”
পঞ্চায়েত ভোটকে(Panchayat Poll 2023) পাখির চোখ করে শেষ মুহুর্তের প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলগুলি। মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেখান থেকেই একাধিক ইস্যুতে বিজেপিকে আক্রমণ করেন তিনি। আক্রমণ করেন দিলীপ ঘোষকেও। বলেন, “আপনাদের ভোটে এখান থেকে সাংসদ হয়েছেন দিলীপ ঘোষ। কিন্তু এলাকার মানুষের জন্য উনি কী করেছেন? উনি সাংসদ হওয়ার পর কেন্দ্র কোটি কোটি টাকা আটকে রেখেছে। একদিনও সাংসদ এ বিষয়ে কোনও কথা বলেছেন? কোথাও এ নিয়ে একটাও বৈঠক করেছেন? এলাকার মানুষেরই খোঁজ নেননি কোনওদিন।”
এদিন বিজেপির ভুল ত্রুটি সকলের সামনে তুলে ধরার পাশাপাশি রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলির কথাও বলেন অভিষেক। বলেন, “কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল আর না রাখার নাম বিজেপি। ওরা যা যা প্রতিশ্রুতি দিয়েছে, তার কোনওটাই রাখেনি। আর মমতা বন্দ্যোপাধ্যায় যা যা বলেছেন সব দিয়েছেন।” অভিষেক এদিন দাবি করেছেন, কোনও একটি পঞ্চায়েতে বিজেপি জিতলেও টাকা আটকে দেওয়ার চেষ্টা করবে। তাই সকলকে প্রকল্পের সুবিধা পেতে শাসকদলের পাশে থাকার আহ্বানই জানালেন অভিষেক।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.