Advertisement
Advertisement

Breaking News

অন্তঃসত্ত্বার পেটে লাথি, গ্রেপ্তার পঞ্চায়েত প্রধান

ঘটনায় মৃত্যু হয় গর্ভস্থ শিশুটির৷

Panchayat Head kicks pregnant woman in stomach, arrested
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:February 23, 2017 8:27 am
  • Updated:February 23, 2017 9:03 am  

স্টাফ রিপোর্টার: অন্তঃসত্ত্বার পেটে লাথি মেরে তাঁর গর্ভস্থ সন্তান নষ্ট করার অভিযোগে বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হল৷ ধৃতের নাম পলাশ বিশ্বাস৷ অভিযুক্ত ব্যক্তি নদিয়ার ধুবুলিয়া থানার সাধনপাড়া দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান৷ অভিযোগ, ওই গ্রাম পঞ্চায়েত এলাকারই তালতা গ্রামের গৃহবধূর পেটে লাথি মারে সে৷ গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানে ওই গৃহবধূর গর্ভস্থ সন্তান নষ্ট হয়৷ যদিও কোনওরকমে প্রাণে বেঁচে গিয়েছেন তিনি৷ এই ঘটনার পরই তার বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হয়৷ পুলিশ এই ঘটনায় ওই প্রধান-সহ আরও একজনকে গ্রেপ্তার করেছে৷

(পরীক্ষায় বসা হল না সবং অ্যাসিড-কাণ্ডে জখম পরীক্ষার্থীর)

বুধবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে৷ তার আগের দিন এলাকায় তারস্বরে মাইক বাজানো হচ্ছিল৷ সেই ঘটনার প্রতিবাদ করেছিল স্থানীয় দুই ছাত্র৷ অভিযোগ, বিজেপি পরিচালিত সাধনপাড়ার দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পলাশ বিশ্বাস দলবল নিয়ে ওই দুই ছাত্রের উপর চড়াও হয়৷ বেধড়ক মারধর করে তাদের৷ মারে গুরুতর আহত হয় তারা৷ এই ঘটনার প্রতিবাদ করেছিলেন ওই গৃহবধূ৷ এরপর ওই অন্তঃসত্ত্বার উপর চড়াও হয় ওই গ্রাম পঞ্চায়েত প্রধান৷ অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারা হয়৷ এই ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ দেখা দেয়৷ স্থানীয় বাসিন্দারাই একজোট হয়ে থানায় অভিযোগ জানায়৷ অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে কৃষ্ণনগর হাসপাতালে ভর্তি করা হয়৷ মৃত্যু হয় গর্ভস্থ শিশুটিরও৷ তারপরই অভিযোগ পেয়ে পুলিশ এদিন সকালে এক সঙ্গীসহ ওই প্রধানকে গ্রেফতার করেছে৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement