Advertisement
Advertisement
Panchayat Election

Panchayat Election: শাশুড়ি কংগ্রেস প্রার্থী, বউমা তৃণমূলে, ফরাক্কার পঞ্চায়েতে ‘সাস-বহুর কিসসা’

শাশুরি-মেজো বউমার যুদ্ধে ধন্দে রহমান পরিবারের সদস্যরা।

Panchayat Election: Woman contested against Mother in Law in Farakka
Published by: Paramita Paul
  • Posted:July 1, 2023 7:32 pm
  • Updated:July 1, 2023 7:32 pm  

শাহজাদ হোসেন, ফরাক্কা: হাঁড়ি আলাদা। কিন্তু পরিবারে সদ্ভাব অটুট। গায়ে-গায়ে বাড়ি। সেই পরিবারের গৃহিণীরাই কি না পঞ্চায়েত নির্বাচনে একে অপরের প্রতিদ্বন্দ্বী হয়ে পঞ্চায়েত ভোটের (Panchayat Election) ময়দানে ঝাঁপিয়েছেন। আর সেই জমজমাট লড়াই দেখতে প্রস্তুত মুর্শিদাবাদ ফরাক্কা।

ফরাক্কা ব্লকের মহেশপুর গ্রামপঞ্চায়েতের ১৬৮ নম্বর বুথের পশ্চিম শিবতলার গ্রামের রহমান পরিবারের অন্দরে এবার রাজনৈতিক উত্তাপের আঁচ লেগেছে। শাশুড়ি হাসনুয়ারা বিবি কংগ্রেস প্রার্থী হয়েছেন। অন্যদিকে বাড়ির মেজো বউ ফারহানা পারভিন আবার তৃণমূলের প্রার্থী হয়ে লড়াইয়ের ময়দানে নেমেছেন। রহমান পরিবারের শাশুড়ি ও বউমার ভোটযুদ্ধ নিয়ে উৎসাহ বাড়ছে স্থানীয়দের।

Advertisement

[আরও পড়ুন: স্বামীর রোষে বাদ পড়েছিল কব্জি, কৃত্রিম হাতে লিখেই নির্মমতার কাহিনি মলাটবন্দি করলেন রেণু]

মহেশপুর গ্রাম পঞ্চায়েতে ১৮ টি পঞ্চায়েতের আসন রয়েছে। আর এই এলাকায় পঞ্চায়েত সমিতির আসন রয়েছে তিনটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পশ্চিম শিবতলা গ্রামের রহমান পরিবার মূলত ছাগল কেনাবেচার ব্যবসা করে। ২০১৮ সালে পশ্চিম শিবতলা বুথ থেকে কংগ্রেস প্রার্থী হয়েছিলেন মজিবুর রহমান। তিনি নির্বাচনে জয়লাভ করে গ্রাম পঞ্চায়েতের সদস্যও হয়েছিলেন। এবার আসন সংরক্ষণের ফলে কংগ্রেস প্রার্থী করেছে মজিবুর রহমানের স্ত্রী হাসনুয়ারা বিবিকে। একসময় পুরো পরিবারটি ছিল কংগ্রেস সমর্থক। রহমান দম্পতির চার সন্তান। যদিও সন্তানরা সক্রিয় রাজনীতিতে জড়িত না। কংগ্রেসের ঘরে ফাটল ধরাতে তৃণমূল এবার এই কেন্দ্রে প্রার্থী করে বিদায়ী কংগ্রেসের গ্রাম পঞ্চায়েতের সদস্য মজিবুর রহমানের মেজো ছেলে হাসানুজ্জামান টিঙ্কুর স্ত্রী ফারহানা পারভিনকে। তাই এবারের পঞ্চায়েত নির্বাচনে শাশুড়ি-বউমাপ সম্মুখ সমর। শাশুড়ি-বউমা একে অপরের বিরুদ্ধে প্রার্থী হওয়ায় বিপাকে পড়েছেন পরিবারের বাকি সদস্যরা।

কংগ্রেস প্রার্থী হাসনায়ারা বিবি জানান, “আমি ও আমার মেজো বউমা একই আসনে দুই দলের প্রার্থী হয়েছি। আমরা দলের নীতি আদর্শের লড়াই ময়দানে নেমেছি। আমাদের পরিবারের সকলের সঙ্গে সকলের সুসম্পর্ক রয়েছে। ফারহানা আমার মেয়ের মতো। ভোটযুদ্ধে যদিও আমরা একে অপরের প্রতিপক্ষ। সেখানে এক ইঞ্চি জমি ছেড়ে দেওয়ার প্রশ্ন ওঠে না ।” তৃণমূল প্রার্থী ফারহানা পারভিন বলেন , “পরিবারে আমাদের হৃদ্যতা যথেষ্ট রয়েছে। কিন্তু ভোটের লড়াইয়ে আমরা একে অপরের প্রতিদ্বন্দ্বী। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কথা মানুষের সামনে তুলে ধরে প্রচার নেমেছি। মানুষ বিচার করবেন কাকে জেতাবেন।”

[আরও পড়ুন: জোট নিয়ে সিপিএমের অবস্থান কী? সভায় মীনাক্ষীকে প্রশ্ন করতেই মার বাম কর্মীদের]

শাশুরি-মেজো বউমার ভোট যুদ্ধে এখন দ্বিধা-ধন্দে রহমান পরিবারের সদস্যরা। প্রশ্ন দেখা দিয়েছে, বউমা না শাশুড়ি? পরিবারের এই দ্বিধাধন্দ্ব কাটবে ভোটারদের সমর্থনে ভোটের ফলাফলে। শেষ হাসিটা কে হাসল শাশুড়ি না, বৌমা সেই জবাব মিলবে ১১ জুলাই ভোট বাক্স খোলার পর।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement