Advertisement
Advertisement
Panchayat Election:

Panchayat Election: ভোটের সকালে রাস্তায় রাজ্যপাল, ‘শান্তিপূর্ণ ভোট হচ্ছে না’, গাড়ি আটকে অভিযোগ বিরোধীদের

বুথে বুথে গিয়ে ভোট পরিদর্শন করলেন রাজ্যপাল।

Panchayat Election: WB Governor inspects voting in different booths | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Tiyasha Sarkar
  • Posted:July 8, 2023 8:16 am
  • Updated:July 8, 2023 8:34 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের সকালে রাস্তায় রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Anand Bose)। সাতসকালে রাজভবন থেকে বেরিয়ে বুথে বুথে যাচ্ছেন তিনি। পথে একাধিক জায়গায় দাঁড়িয়ে শুনছেন বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ। বাসুদেবপুরে গাড়ি আটকাল বিরোধীরা। 

পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে চলছে অশান্তি। প্রাণ গিয়েছে বহু। অশান্তির ঘটনায় বারবার সরব হতে দেখা গিয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। নিজে ছুটে গিয়েছেন অশান্তিপ্রবণ এলাকায়। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। ভোটের সকালেও একইরকম সক্রিয় রাজ্যপাল। এদিন সকাল ৭ টা নাগাদ রাজভবন থেকে বের হন রাজ্যপাল। বুথে বুথে যাচ্ছেন তিনি। খতিয়ে দেখছেন পরিস্থিতি। অশান্তিপ্রবণ এলাকায় বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ শুনছেন তিনি। যা অত্যন্ত নজিরবিহীন।

Advertisement

[আরও পড়ুন: ভোটের আগের রাতে কোচবিহারে ফের ‘খুন’, প্রাণ গেল তৃণমূল কর্মীর]

এদিন সকালে কল্যাণী হাইওয়ে দিয়ে বাসুদেবপুর যাওয়ার সময় বারাকপুর এক নম্বর ব্লকের কাউগাছি ২ নম্বর পঞ্চায়েতের সিপিএম ও বিজেপির প্রার্থীরা তাঁর গাড়ি আটকায়। অভিযোগ জানানো হয় যে শান্তিপূর্ণ ভোট হচ্ছে না। তাঁদের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। সিপিএম ও বিজেপি প্রার্থীকে রাজভবনের পিস রুমের দুটো নম্বার দিয়ে বললেন বিস্তারিত অভিযোগ জানাতে বলেন। এর পাশাপাশি নিজেও গোটা বিষয়টা রাজ্য নির্বাচন কমিশনে জানান তিনি। ২০ মিনিট আটকে থাকার পর বাসুদেবপুর থেকে রওনা হন তিনি।

[আরও পড়ুন: ভোটের আগের রাতে ফের ঝরল রক্ত, কংগ্রেস-তৃণমূল সংঘর্ষে মৃত্যু শাসকদলের কর্মীর]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement