দেবব্রত মণ্ডল,ডায়মন্ড হারবার: রাজ্যে পঞ্চায়েত ভোটের বলি আরও এক তৃণমূল সমর্থক। শনিবার ভোট চলাকালীন আরএসপি সমর্থকরা তাঁকে বেধড়ক মারধর করে বলে খবর। গভীর রাতে কলকাতার হাসপাতালে মৃত্যু হল তাঁর। খবর এলাকায় পৌঁছতেই উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীর রাধারানীপুর গ্রাম।
জানা গিয়েছে, মৃত বৃদ্ধের নাম আজাহার লস্কর। বাসন্তীর জ্যোতিষপুরের রাধারানীপুরের বাসিন্দা তিনি। স্থানীয় ও পুলিশ সূত্রের খবর, শনিবার ভোট চলাকালীন জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের রাধারানীপুর গ্রামের বুথে ওই বৃদ্ধকে এলোপাথারি মারধর শুরু করে আরএসপি কর্মী সমর্থকরা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠতে থাকে। গুরুতর জখম হন আজাহার লস্কর-সহ ৫ জন। তাঁদের উদ্ধার করে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। সেখান থেকে আজাহারকে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই বৃদ্ধকে গভীর রাতে মৃত বলে ঘোষণা করে। আহত বাকিরা চিকিৎসাধীন।
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বাসন্তীকে। অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে সরব মৃতের পরিবার ও পরিজনরা। ঘটনার জন্য বাম সমর্থকদের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। চলছে তদন্ত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.